নয়াদিল্লি: লোকসভা ও রাজ্যসভায় বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও সংসদের উভয় কক্ষে পাশ আগেই হয়েছিল তিন তালাক বিল৷ সংসদের ছাড়পত্র মিলতেই এবার তিন তালাক বিরোধী বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ রাষ্ট্রপতির স্বাক্ষক মিনতেই এখন থেকেই নিষিদ্ধ হয়ে গেল তিন তালাক৷
এবার থেকে কোনও স্বামী তাৎক্ষণিকভাবে স্ত্রীকে তিন তালাক দিতে পারবেন না৷ আর যদি আইন ভেঙে কেউ যদি তিন তালাক দিয়ে দেন, তাহলে স্ত্রীযদি থানায় অভিযোগ জানাতে পারবেন৷ থানায় অভিযোগ দায়ের হলে অভিযুক্ত স্বামীর তিন বছর পর্যন্ত জেল হতে পারে৷
রাষ্ট্রপতির স্বাক্ষরের ফলে ২১ ফেব্রুয়ারি তিন তালাক সংক্রান্ত যে অধ্যাদেশে স্বাক্ষর করেছিলেন রাষ্ট্রপতি, তা বদলে বিলটি অবিলম্বে পুরোপুরি আইনে পরিণত হয়ে গেল৷ তাৎক্ষণিকতিন তালাক আইন বা মুসলিম মহিলাদের বিয়ের অধিকাররক্ষা আইন, ২০১৯ কার্যকর হয় ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর৷ ৩১ জানুয়ারি কেন্দ্রীয় আইন ও ন্যায় মন্ত্রক সরকারি গেজেটে বিলটি বিষয়াভুক্ত করে৷ যাতে অবিলম্বে তাকার্যকর করা যায়৷
গত মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে যায় তিন তালাক বিল৷ বিলের পক্ষে ভোট পরে ৯৯টি৷ বিরোধীরা রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ হলেও ছন্নছাড়া অবস্থা দেখা যায় বিরোধীদের৷ বহু সাংসদ ভোটে অংশনেনি৷ বিলের বিপক্ষে ৮৪ ভোট পেয়ে বিলটি রাজ্যসভায় পাশ করিয়ে নিয়েছিল কেন্দ্র৷