‘তালাক’ দিলেই যেতে হবে জেল, আইন কার্যকরের পথে কেন্দ্র

নয়াদিল্লি: তৃণমূলের প্রবল আপত্তি সত্ত্বেও লোকসভায় পাস হয়ে হয়েছে তাৎক্ষণিক তিন তালাক বিল৷ তিন তালাককে অপরাধ হিসেবে চিহ্নিত করে এই বিল পাস করিয়ে দিয়েছে কেন্দ্র৷ গত ২৫ জুলাই লোকসভায় বিলের পক্ষে ৩০৩টি ভোট পড়ে৷ বিপক্ষে যায় ৮২টি ভোট৷ এবার মোদির দ্বিতীয় ইনিংসে তিন তালাক বিল পাস হল রাজ্যসভায়৷ লোকসভায় বিল পাসের এবার তিন তালাক বিল

‘তালাক’ দিলেই যেতে হবে জেল, আইন কার্যকরের পথে কেন্দ্র

নয়াদিল্লি: তৃণমূলের প্রবল আপত্তি সত্ত্বেও লোকসভায় পাস হয়ে হয়েছে তাৎক্ষণিক তিন তালাক বিল৷ তিন তালাককে অপরাধ হিসেবে চিহ্নিত করে এই বিল পাস করিয়ে দিয়েছে কেন্দ্র৷ গত ২৫ জুলাই লোকসভায় বিলের পক্ষে ৩০৩টি ভোট পড়ে৷ বিপক্ষে যায় ৮২টি ভোট৷ এবার মোদির দ্বিতীয় ইনিংসে তিন তালাক বিল পাস হল রাজ্যসভায়৷ লোকসভায় বিল পাসের এবার তিন তালাক বিল পাস রাজ্যসভায়৷ ছত্রভঙ্গ বিরোধী শিবির৷

সংসদ সূত্রে খবর, তিন তালাক বিলের ভোটভুটিতে এনসিপির একাধিক সংসদ গরহাজির ছিলেন৷ ভোটদানে বিরত থকে টিডিপি ও বিএসপি৷ বিজেপির কৌশলে ছত্রভঙ্গ বিরোধী শিবির রাজ্য সভায় পাশ হয়ে গেল তিন তালাক বিল পাস৷ এদিন বিলের পক্ষে ছিলেন ৯৯ সাংসদ৷ ৮৪ ভোট যায় বিপক্ষে৷ ফলে, রাষ্ট্রপতির অনুমোদন মিললেই গোটা দেশজুড়ে কার্যকর হবে তিন তালাক আইন৷ আইন কার্যকর হলে ‘তালাক’ দিলেই হতে পারে দু’বছরের জেল৷

বিলের পক্ষে সরকারের পাশে দাঁড়িয়েছে বিজু জনতা দল৷ বিলের বিরোধিতায় নেমেছে কংগ্রেস-তৃণমূল-বামফ্রন্ট ও ডিএমকে৷ ভোটে অংশ নেয়নি সমাজবাদী পার্টি ও টিআরএসের ২৯ জন সাংসদ৷ এই মুহূর্তে বিজেপির ৯৫ জন সাংসদের সমর্থন রয়েছে৷ কংগ্রেস শিবিরে ৭৭ সাংসদ৷ অনিশ্চিত হয়ে পড়ে ৪০ সাংসদ৷

গত বৃহস্পতিবার লোকসভায় এই বিলটি পেশ করেন আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ৷ আপত্তি তোলে বিরোধীরা৷ কংগ্রেসের তরফে তীব্র প্রতিবাদ জানানো হয়৷ তিন তালাককে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার বিষয়টি নিয়ে আপত্তি তোলে কংগ্রেস৷ একই অভিযোগ তোলে তৃণমূল৷ পরে বাংলার শাসকদেল তরফে অধিবেশন বয়কট করা হয়৷ পাল্টা কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, ইসলাম ধর্মাবলম্বী মহিলাদের প্রতি নায্য বিচার করতেই এই বিল আনা হয়েছে৷ পরে এই বিলের উপর ভোটাভুটি করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 8 =