শত্রুপক্ষ শক্তিশালী! শক্তি প্রয়োগে মোদিকে সতর্ক করলেন মনমোহন

শত্রুপক্ষ শক্তিশালী! শক্তি প্রয়োগে মোদিকে সতর্ক করলেন মনমোহন

নয়াদিল্লি: ইন্দো-চিন সীমান্ত সংঘাত নিয়ে এবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে সতর্ক করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ প্রেস বিবৃতি জারি করে মোদিকে নিশানা করেছেন মনমোহন৷ বিবৃতিতে প্রাক্তন প্রাক্তন প্রধানমন্ত্রীর বর্তমান প্রধানমন্ত্রীর ভাষাগত শব্দ প্রয়োগ সম্বন্ধে সতর্ক করেছে৷

প্রেস বিবৃতি জারি করে মনমোহন সিংয়ের দাবি করেছেন, ‘‘প্রধানমন্ত্রী শব্দ প্রয়োগ সম্পর্কে সচেতন থাকা উচিত৷ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ব্যবহৃত শব্দের উপর নির্ভর করছে ভারতের সেনাবাহিনীর ও দেশের সুরক্ষা৷ দেশের অখণ্ডতা ও নিরাপত্তা নিয়ে কোনও রকম সমঝোতা করা যাবে না৷ শত্রুপক্ষ শক্তিশালী হলে এমন কিছু পদক্ষেপ নেওয়া উচিত হবে না৷’’ একই সঙ্গে সরকারের সমস্ত মন্ত্রককে একসঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা বিষয়টিও নিশ্চিত করার আর্জি জানিয়েছেন তিনি৷ মনমোহন জানিয়েছেন, ‘‘বর্তমান পরিস্থিতির গোটা দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে৷ বিভ্রান্তিমূলক কোনও প্রচার কখনও কূটনীতির সুষ্ঠু সমাধান হতে পারে না৷ কূটনীতির অঙ্গ অথবা শক্তিশালী নেতৃত্বের বিভ্রান্তমূলক প্রচারে উৎসাহ দেওয়া উচিত নয়৷’’

চিনের সঙ্গে সংঘাতে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভারত৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের বাড়াবাড়ি করলে সেনাকে প্রয়োজনে গুলি চালানোর অনুমতি দিয়েছে কেন্দ্র৷ দেওয়া হয়েছে পূর্ণ স্বাধীনতা৷ সূত্রের খবর, তিন বাহিনীর সেনা প্রধানকে নিয়ে বৈঠকে চিনের বিরুদ্ধে কড়া ভাষায় জবাব দেওয়ার বার্তা দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ সংস্থা সূত্রে খবর, বাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়েছে কেন্দ্র৷ ৫০০ কোটি টাকার অস্ত্র কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে৷ একই সঙ্গে ১৯৯৬ ও ২০০৫ সালে ইন্দো-চিন সীমান্ত চুক্তিবাতিল করার পথে কেন্দ্র৷ নিয়ন্ত্রণ রেখার দু'কিলোমিটার পর্যন্ত এতদিন অস্ত্র ব্যবহার করা যেত না৷ সেখানেও এখন থেকে ভারতীয় সেনা প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিতে পারবে৷ কেন্দ্রের তরফে এহেন ছাড়পত্র দেওয়ার পর প্রাক্তন প্রধানমন্ত্রীর বিবৃতি ঘিরে শুরু হয়েছে জল্পনা৷

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিনকে বার্তা কড়া ভাষায় বার্তা দিয়েছেন৷ জানিয়ে দিয়েছেন, কোন দেশ যদি ভারতকে উস্কানি দেয়, তাহলে ভারত ছেড়ে কথা বলবে না৷ যোগ্য জবাব দিয়ে তৈরি ভারত৷ কিন্তু শক্তি নিরিখে ভারতের তুলনায় অনেকটা এগিয়ে চিন৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মনমোহন সিংয়ের সতর্কবার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *