অবশেষে মুক্তি! জামিন পেলেন টুলকিট মামলায় ধৃত দিশা রবি

১৩ ফেব্রুয়ারি কৃষক আন্দোলনের সমর্থনে বিতর্কিত টুলকিট মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে

নয়াদিল্লি: সুইডেনের বিশিষ্ট পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে টুলকিট বিতর্কে নাম জড়িয়েছিল বেঙ্গালুরুর তরুণী দিশা রবির। বিতর্কিত টুলকিটটি তৈরি এবং ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতারও করেছিল দিল্লি পুলিশ। এই গ্রেফতারির প্রতিবাদে যখন উত্তাল দেশের একাংশ, তখনই অবশেষে দিল্লির আদালতে জামিনে ছাড়া পেলেন দিশা রবি।

রাজধানীতে গত কয়েকমাস যাবৎ চলতে থাকা কৃষক আন্দোলনের সমর্থনে একটি টুলকিট ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সুইডেনের তরুণ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ সেই টুলকিট নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে শেয়ারও করেছিলেন। কিন্তু ভারতের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশীর হস্তক্ষেপ ভালো চোখে দেখেননি অনেকেই। টুলকিটটি পরে সোশ্যাল মিডিয়া থেকে মুছে দেওয়া হলেও তা নিয়ে বিতর্ক থামে না। বরং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগে টুলকিট নির্মাতার নামে মামলা করেছিল দিল্লি পুলিশ। তার জেরেই বেঙ্গালুরু থেকে গ্রেফতার হন ২২ বছরের দিশা।

বস্তুত, দিশা রবির গ্রেফতারির পর তার বিরোধিতা করেও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন গ্রেটা থুনবার্গ। তাঁরই সংগঠনের বেঙ্গালুরু শাখার সঙ্গে যুক্ত দিশা। গত ১৩ ফেব্রুয়ারি গ্রেফতারির পর আজ মঙ্গলবার তাঁকে জামিন দিয়েছে আদালত। তিন দিনের জেল হেফাজতের পর এদিন দিশা রবিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পঙ্কজ শর্মার সামনে হাজির করে দিল্লি পুলিশ। মামলার পর্যবেক্ষণে আদালত জানিয়েছে, দিশা রবির বিরুদ্ধে অভিযোগের গুরুত্ব স্বীকার করে নিয়েও বলা যায় নাগরিক হিসেবে তাঁর মৌলিক অধিকারের ভারসাম্য রক্ষা করা উচিত।

উল্লেখ্য, দিশা রবির সঙ্গেই একই অভিযোগে অভিযুক্ত হয়েছেন আরো দুজন। তাঁরা হলেন নিকিতা জেকব এবং শান্তনু মুলুক। গ্রেফতারির পূর্বেই তাঁরা মুম্বাই হাইকোর্ট থেকে আগাম জামিনের ব্যবস্থা করেছিলেন। সূত্রের খবর অনুযায়ী, জেরার সময় দিশা রবি সমস্ত ঘটনার দোষ চাপিয়ে দিয়েছেন তাঁর সহ-অভিযুক্ত বাকি দুজনের উপর। যদিও বাকিদের সেভাবে জেরা করার সুযোগ এখনও পায়নি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − two =