ফিকে ‘মোদী ম্যাজিক’! আতঙ্কে দানা বাঁধছে গেরুয়া শিবিরে

ফিকে ‘মোদী ম্যাজিক’! আতঙ্কে দানা বাঁধছে গেরুয়া শিবিরে

নয়াদিল্লি:  একটি রাজ্যের নির্বাচনী ফলাফল টলিয়ে দিয়েছে বিজেপির আত্মবিশ্বাস। ক্রমেই একটা আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে দলের অন্দরে। কারণ একটাই—‘মোদী ম্যাজিক’ আর নেই! কর্ণাটকের ভোটের ফল সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে গেরুয়া শিবিরকে। শীর্ষ নেতৃত্বের কাছে এটা স্পষ্ট যে, ব্যাকফুটে থাকা দলকে আর একার কাঁধে দায়িত্ব নিয়ে জয়ের স্বাদ এনে দিতে পারবেন না নরেন্দ্র মোদী। উল্টে দেখা গিয়েছে, যেখানে যেখানে সভা বা রোড শো করেছেন নমো,  তার মধ্যে সিংহভাগ কেন্দ্রেই পরাজিত হয়েছে গেরুয়া শিবিরের। গত ৯ বছর ধরে বিজেপি শিবিরের সবচেয়ে মজবুত অস্ত্র ছিল ‘মোদী ফ্যাক্টর’৷ সেই ম্যাজিক এখন অনেকটাই ফিকে৷ যা দেখে আতঙ্কে খোদ প্রধানমন্ত্রীও৷

কর্ণাটকের ফলাফলের পর বিজেপি’র শীর্ষ নেতৃত্ব আর মোদীর উপর চোখ বন্ধ করে ভরসা রাখতে পারছে না। এর বদলে তাঁরা সরাসরি মানুষের কাছে পৌঁছে জনসমর্থন আদায়ে মরিয়া হয়ে উঠেছেন৷ তাই এখন থেকেই জনসংযোগ যাত্রার কর্মসূচি নিয়েছে কেন্দ্রের শাসক শিবির শাসকদল। মোদী সরকারের ৯ বছর উপলক্ষ্যে আগামী ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত, টানা এক মাস ধরে এই অভিযান চালাবে পদ্ম শিবির। এই কর্মসূচিতে মোদী তো অংশ নেবেনই, থাকবেন অন্যান্য নেতারাও৷ এই অভিযানে আর একক ভাবে ফোকাসে থাকবেন না নমো৷ তাই প্রধানমন্ত্রীর পাশাপাশি জনসভায় অংশ নেবেন বিজেপি নেতৃত্ব ও একঝাঁক মুখ্যমন্ত্রী৷