ওবামার পর ট্রাম্পের মুখেও ‘দিলবালে দুলহানিয়া’র ডায়লগ, আপ্লুত শাহরুখ

ওবামার পর ট্রাম্পের মুখেও ‘দিলবালে দুলহানিয়া’র ডায়লগ, আপ্লুত শাহরুখ

0405060ea3382f03615f744ef1151541

নয়াদিল্লি: প্রথমবার ভারত সফরে ট্রাম্প৷ আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে রেখেছেন ভাষণ৷ আকস্মিকভাবে ট্রাম্প বক্তব্যের মাঝে শাহরুখ খান অভিনীত ‘দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র কথা উল্লেখ করেন। তিনি তাঁর বক্তব্যে ক্লাসিক ভারতীয় সিনেমার উল্লেখ করেন৷ উদাহরণ হিসেবে দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির কথা উল্লেখ করেন৷ শুধু ডোনাল্ড  ট্রাম্প নয়, ২০১৫ সালে ভারত সফরে এসেছিলেন তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা৷ তাঁর মুখেও দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গের ডায়লগ শুনতে পাওয়া যায়৷ শ্রী ফোর্ট অডিটোরিয়ামে বলেন, বড়ি বড়ি দেশো মে…. আপনারা বুঝতে পারছেন নিশ্চয় আমি কি বোঝাতে চাইছি।

বারাক ওবামার ভারত সফরের পাঁচ বছর পর মার্কিন প্রেসি়ডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসেছেন৷ তাঁর মুখেও দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গের কথা স্বাভাবিকভাবে আবেগ প্লাবিত করেছে ভারতের সাধারণ জনগণকে৷ ট্রাম্পের মুখে ডিডিলজির কথা ভারতীয়দের মনে প্রভাব ফেলবে তা আর বলার অপেক্ষা রাখে না৷

ওবামার মুখে ডিডিএলজির ডায়লগ শোনা গিয়েছিল, ট্রাম্পের মুখে সিনেমাটার নাম শোনা যাবে, সেটৈাই স্বাভাবিক। এই সিনেমাটা যে ভারতের মধ্যেই সাফল্য এনে দিয়েছিল, তা নয়। এই সিনেমা বিদেশেও ব্যাপকভাবে সফল হয়৷  প্রিয়াঙ্কা চোপড়ার আগে শাহরুখ খান এমন একজন ভারতের পাশাপাশি বিদেশের মানুষের কাছ থেকেও ব্যাপকভাবে ভালোবাসা পেয়েছিলেন৷ বিদেশে সব থেকে বেশি চর্চিত ভারতীয় সিনেমা হল ডিডিএলজি। কাজলের সঙ্গে এই শাহরুখের এই জুটি দেশের পাশাপাশি বিশ্বের মানুষের জন জয় করে নিয়েছিল।

এই সিনেমাটি শাহরুখ খানকে রোমান্টিক সুপার স্টারে উত্তীর্ণ হয়েছিলেন৷ তাঁর কেরিয়ারকে অন্যমাত্রায় নিয়ে গিয়েছিল৷ শাহরুখ খানের মতে, আমি আমার কেরিয়ারের যেখানে পৌঁছয় না কেন, শুরু হয়েছিল ডিডিএলজের থেকে। এই সিনেমা আমাকে নতুন করে পরিচিত করেছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *