থ্রি ডি মডেলে সমাবর্তন, প্রযুক্তির কামাল দেখালেন বম্বে আইআইটি ২০ পড়ুয়া

থ্রি ডি মডেলে সমাবর্তন, প্রযুক্তির কামাল দেখালেন বম্বে আইআইটি ২০ পড়ুয়া

 

নয়াদিল্লি: অভিনব পদ্ধতিতে ৫৮ তম সমাবর্তন অনুষ্ঠান পালন করল বম্বে আইআইটি৷ যেখানে পরম্পরার সঙ্গে অপূর্ব সংমিশ্রণ ঘটল প্রযুক্তির। করোনা আবহে এমনই সমাবর্তনের সাক্ষী রইল বম্বে আইআইটি।

সমাবর্তন অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে ডিডি সহ্যাদ্রি এবং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে৷ সেখানেই দেখা গেল সেনেট সদস্যরা একে একে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উঠে এলেন মঞ্চে। সার দিয়ে দাঁড়ালেন সকলে। তার পরে ধীরে ধীরে হেঁটে এলেন অধ্যক্ষ। মঞ্চের মাঝখানে রাখা চেয়ারে বসলেন তিনি। একই সঙ্গে বসলেন পিছনের সেনেট সদস্যরা। তারপর কবি গুরুর গানে শুরু হল সমাবর্তন অনুষ্ঠান৷ 

আরও পড়ুন- কংগ্রেসের হাইকমান্ডকে দেওয়া চিঠির পটভূমি ৫ মাস আগেই ঠিক হয়ে গিয়েছিল

 

না, তাঁরা কেউই একসঙ্গে মঞ্চে উপস্থিত হননি৷ সংক্রমণের শীর্ষে থাকা মহারাষ্ট্রে একসঙ্গে এতজনের সমাবেশ কোনও ভাবেই সম্ভব ছিল না৷ তাঁরা এসেছিলেন একা৷ তখনই তাঁদের ছবি তুলে রাখা হয়৷ পরে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরি করা হয় পড়ুয়াদের থ্রিডি ডিজিটাল অবতার। স্নাতক পাশ করা পড়ুয়াদের হাতে ডিগ্রি সার্টিফিকেট তুলে দেন ডিরেক্টর শুভাশিস চৌধুরি৷ তাঁরও ডিজিটাল অবতার তৈরি করা হয়েছিল। অন্যদিকে, মেডেলজয়ীদের গলায় মেডেল পরিয়ে দেন ২০১৬-য় পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া বিজ্ঞানী ডানকান হ্যালডেন৷ ছাত্ররা মঞ্চে এসে মাথা নুইয়ে সম্মান জানালেন তাঁর ডিজিটাল অবতারকে৷ 

আরও পড়ুন- ‘বিদ্বেষ রোধ আইন’ প্রয়োগের দাবিতে ফেসবুককে চিঠি ৫৪ জন প্রাক্তন আমলার

বম্বে আইআইটির তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘করোনা আবহে গ্র্যাজুয়েট হওয়া ছাত্রছাত্রীদের জন্য ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে সমাবর্তন অনুষ্ঠান পালন করাই শ্রেয় মনে করেছে ইনস্টিটিউশন৷ আমরা তাঁদের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে পারিনা৷ একই সঙ্গে ভারতের প্রিমিয়ার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে পাশ করার সাফল্য ও  গৌরববোধ থেকে তাঁদের বঞ্চিত করতেও চাইনি৷’’

এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্ল্যাকস্টোনের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা  স্টিফেন  সোয়ার্চম্যান। তিনি বললেন, “ভারত আজ বিশ্বে অনন্য স্থান দখল করেছে৷ প্রযুক্তির দিক দিয়ে বিশেষ ছাপ ফেলেছে৷ বিশ্বে উদ্ভাবনের অন্যতম কেন্দ্র হয়ে উঠতে চলেছে ভারত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 8 =