কঠিন পরিস্থিতি! সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করল কংগ্রেস

নয়াদিল্লি: কঠিন সময়৷ তুঙ্গে যুদ্ধের প্রস্তুতি! পাকিস্তানকে যোগ্য জবাব দিতে চূড়ান্ত রণকৌশল ঠিক করতে জরুরি বৈঠকে মোদি৷ ভারতীয় আকাশ সীমা লঙ্ঘন পাকিস্তানের৷ ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে পাক বোম বর্ষণ৷ পাক যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারতীয় সেনা৷ এই পরিস্থিতি দাঁড়িয়ে আগামিকাল আমেদাবাদে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিং ও মিছিল বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পরবর্তী কর্মসূচি পরে

173be184764b2b0ac6f6956f818ebd78

কঠিন পরিস্থিতি! সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করল কংগ্রেস

নয়াদিল্লি: কঠিন সময়৷ তুঙ্গে যুদ্ধের প্রস্তুতি! পাকিস্তানকে যোগ্য জবাব দিতে চূড়ান্ত রণকৌশল ঠিক করতে জরুরি বৈঠকে মোদি৷ ভারতীয় আকাশ সীমা লঙ্ঘন পাকিস্তানের৷ ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে পাক বোম বর্ষণ৷ পাক যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারতীয় সেনা৷ এই পরিস্থিতি দাঁড়িয়ে আগামিকাল আমেদাবাদে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিং ও মিছিল বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে৷

কঠিন পরিস্থিতি! সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করল কংগ্রেসআপাতত ভারত-পাক পরিস্থিতির উপর গুরুত্ব দিয়ে নজর রাখা হচ্ছে বলেও কংগ্রেসের তরফে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে৷ তবে, বৃহস্পতিবারের কর্মসূচি বাতিল হলেও আজ দিল্লিতে বিরোধী শিবিরের বৈঠকে অংশ নিয়ে কংগ্রেস-তৃণমূল সহ অবিজেপি দলের প্রতিনিধিরা৷ রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

পাকিস্তানের ভিতরে ঢুকে ভোররাতে আকস্মিক ভারতীয় বায়ুসেনার অভিযানে জাতীয় রাজনীতির অভিমুখ বদলে গিয়েছে। বিরোধী শিবির একযোগে ভারতীয় বায়ুসেনার জওয়ানদের অভিনন্দন জানানোর পাশাপাশি এই ইস্যুতে সরকারের পাশেই দাঁড়িয়েছে। এই কঠিন সময়েই মোদি হটাওয়ের স্ট্র্যাটেজি ঠিক করতে আজ বুধবার বৈঠকে বসেছে বিরোধীরা।

বৈঠকে মধ্যমণি সেই মমতাই। হাজির রয়েছেন রাহুল-সোনিয়া-সহ একঝাঁক বিরোধী নেতা। মোদি বিরোধিতার পরিকল্পনা তৈরির পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি আগামিকালের বিরোধীদের বৈঠকটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মোদিকে কোণঠাসা করতে কর্মসংস্থান, রাফাল, নোটবন্দির মতো ইস্যুর পাশাপাশি পুলওয়ামার জঙ্গি হামলার বিষয়টি নিয়েও সরব হয়েছে বিরোধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *