‘লোকসভা নির্বাচনে দিদির জামানত বাজেয়াপ্ত হবে’

আগরতলা: নিজের দুর্গে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷ বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলার বনমালীপুর এক সভা থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব বলেন, ‘‘৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বামেদের সরিয়ে দিদির নেতৃত্বে একটি পরিবর্তন এসেছিল৷ দিদি ত্রিপুরা রাজ্যেও এসেছিলেন৷ অর্ধেক রুটি খাওয়ানোর জন্য৷ দিদির রুটি খেলে ত্রিপুরার অবস্থা কী হতো তা পশ্চিমবঙ্গে একটু

‘লোকসভা নির্বাচনে দিদির জামানত বাজেয়াপ্ত হবে’

আগরতলা: নিজের দুর্গে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷ বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলার বনমালীপুর এক সভা থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব বলেন, ‘‘৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বামেদের সরিয়ে দিদির নেতৃত্বে একটি পরিবর্তন এসেছিল৷ দিদি ত্রিপুরা রাজ্যেও এসেছিলেন৷ অর্ধেক রুটি খাওয়ানোর জন্য৷ দিদির রুটি খেলে ত্রিপুরার অবস্থা কী হতো তা পশ্চিমবঙ্গে একটু খবর নিয়ে দেখুন৷ দিনের বেলায়ও হাঁটা যায় না দিদির নাম না বললে! অমিত শাহকে সেখানে নামতে দেওয়া হয় না৷ প্রধানমন্ত্রী কী করে নামবেন বলা হয়৷ এবারের লোকসভা নির্বাচনে দিদি সব কিছুর জবাব পাবে৷ সমস্ত হিসাব-নিকাশ করে নিয়েছেন সাধারণ মানুষ৷ এবারের নির্বাচনে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে৷’’

তিনি আরও বলেন, ‘‘বর্তমানে ত্রিপুরায় এক নতুন দিশা নিয়ে কাজ করছে সরকার। সেটা শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, জাতি-জনজাতি বা অন্য সব ক্ষেত্রে। নতুন মানসিকতা নিয়ে স্বচ্ছ পরিবেশ তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ নিয়ে রাজ্যের প্রত্যেকটি কাজ যাতে সময় মতো করা যায় সেভাবে এগিয়ে যাবে সরকার। স্বচ্ছতা বজায় রেখে কাজ করার মানসিকতা দেখিয়ে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সুখময় সেনগুপ্ত। এই মানসিকতাকে সামনে এগিয়ে নিয়ে নিয়ে যাবে বর্তমান সরকার।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 2 =