নয়াদিল্লি: নগরপাল রাজীব কুমারের বাড়িতে সিবিআই আন আসলে বিজেপির রচিত ষড়যন্ত্র। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনার সমর্থনে মুখ খুলে একথাই বলললেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া।
তিনি বলেন, গত চার বচ ধরে কেন্দের দণ্ডমুণ্ডের কর্তা বিজেপি, আর বাংলায় সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে ২০১৩-তে। ক্ষমতায় আসার পর পুলিশ কমিশনারকে ডাকতে চার বছর লেগে গেল, এতদিন কী সিবিআই জেগে ঘুমোচ্ছিল? চার বছর ধরে সারাদা মামলা নিষ্পত্তির চেষ্টা কেন করেনি সিবিআই? আসলে গোটাটাই ষড়যন্ত্র। দেশের মানুষকে বকা বানাতে বিজেপি নানা পদ্ধতি অবলম্বন করছে, কখনও প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে ঝামেলা,কখনও সেনার সঙ্গে সংঘাত। মেয়াদ ফুরনোর আগে আরবিআই গভর্নর একপ্রকার বাধ্য হয়েই পদত্যাগ করলেন। বিজেপির অন্য়ায় নির্দেশিকা না মানায় রাতারাতি পদ হারালেন সিবিআইয়ের শীর্ষকর্তা আলোক ভার্মা। সেই রেশ কাটার আগে রাফাল কেলেঙ্কারি নিয়ে মোদির মুখ পুড়েছে। এরমধ্যেই লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে। বিরোধীদের জোট গদি নড়িয়ে দিতে পারে, তাই এখন বেছে বেছে কেন্দ্র বিরোধী রাজ্যগুলির উপরে আক্রমণ শানাতে চাইছেন মোদি।আর এই মুহূর্তে তারই প্রথম শিকার পশ্চিমবঙ্গ।
Former PM & JDS leader HD Deve Gowda: CBI went to arrest Kolkata Police Commissioner y’day, this is a misuse of CBI. It is much worse than Emergency. The way the events have unfolded (in West Bengal)since last night shows the PM has overacted by using the CBI. This won’t help him pic.twitter.com/ZA6l4mF6lE
— ANI (@ANI) February 4, 2019
এদিকে সিপির বাড়িতে বিজপি হানার প্রতিবাদে মুখ্যমন্ত্রী যখন ধরনামঞ্চে বসেছেন,তখন গোটা রাজ্য জুড়ে তৃণমূলের কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল করছেন।কোথাওট্রেন অবরোধ,কোথাও রাস্তা অবরোধ কোথাও বা মিছিল প্রতিবাদ চলছে সর্বত্র। এরই মধ্যে ভবানীপুর থানার তরফে ৪৫ লক্ষ টাকা জালিয়াতির মামলার নোটিস পৌঁছেছে কলকাতার সিবিআই ডিরোক্টর পঙ্কজ শ্রীবাস্তবের হাতে। নোটিস পাওয়া মাত্রই দিল্লির উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন ডিরেক্টর। অন্যদিকে রাজভবনের তরফে গতকালকের ঘটনার বিস্তারিত রিপোর্ট ইমেলের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পৌঁছেছে। সিবিআইয়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সিপি রাজীব কুমার। পাশাপাশি সুপ্রিমকোর্টের কাছে রাজীব কুমার সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়েছিল সিবিআই,তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত।