রোহিত-বিরাটদের সাজঘরে ঢুকে নিয়ম ভেঙেছেন মোদী! সোচ্চার বিরোধীরা

রোহিত-বিরাটদের সাজঘরে ঢুকে নিয়ম ভেঙেছেন মোদী! সোচ্চার বিরোধীরা

আহমেদাবাদ: টানা ১০ ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে উঠেও হারতে হয়েছে। রবিবার ম্যাচের পর স্বাভাবিকভাবেই নিস্তব্ধতা বহাল ছিল ভারতীয় টিমের সাজঘরে। কিন্তু সেখানে ঢুকে খেলোয়াড়দের মনোবল বাড়ানোর চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্রিকেটারদের উজ্জীবিত করতে চেয়ে তাঁদের জড়িয়েও ধরেন তিনি। কিন্তু এই ঘটনায় কংগ্রেস দাবি করেছে, এইভাবে ভারতীয় ড্রেসিং রুমে ঢুকে ভুল করেছেন মোদী। আইসিসির নিয়ম ভেঙেছেন বলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ। সত্যিই কি তাই?

ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ক্রিকেটার তথা তিন বারের সাংসদ কীর্তি আজাদের অভিযোগ, কোনও দলের সাজঘরে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ ছাড়া কাউকে ঢোকার অনুমতি দেয় না আইসিসি। প্রধানমন্ত্রীর উচিত ছিল সাজঘরের বাইরে ক্রিকেটারদের সঙ্গে দেখা করা। তিনি ক্যামেরা নিয়ে সাজঘরে ঢুকে নিয়ম ভেঙেছেন। প্রসঙ্গত, বিজেপি, কংগ্রেস হয়ে এখন তৃণমূলে আছেন কীর্তি আজাদ। তাই তাঁর এই অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছে দেশে। যদিও তাঁর দাবি, রাজনৈতিক নেতা হিসাবে নয়, ক্রীড়াবিদ হিসাবে এই মন্তব্য করেছেন তিনি। 

উল্লেখ্য, বিশ্বকাপ ফাইনাল মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে করার জন্যই বিজেপিকে কটাক্ষ করা হচ্ছে সোশ্যাল মাধ্যমে। বিরোধী পক্ষের কেউ কেউ আবার স্টেডিয়াম তথা নরেন্দ্র মোদীকে ‘অপয়া’ বলতেও ছাড়ছেন না। এখন কীর্তি আজাদের অভিযোগ নিয়ে আলাদা উত্তেজনা। তবে মনে রাখতে হবে, আইসিসি-র বিধিতে এই বিষয়ে কোনও সুস্পষ্ট নিয়ম লেখা নেই। যদিও সাধারণত, দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ ছাড়া সাজঘরে কেউ ঢোকেন না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =