ভারতে করোনা কি তৃতীয় ধাপে পৌঁছে গেল? চরম সতর্কতা পিআইবি’র

ভারতে করোনা কি তৃতীয় ধাপে পৌঁছে গেল? চরম সতর্কতা পিআইবি’র

820779f45467e3ef24d287ec283f52af

নয়াদিল্লি:  সরকারি নিষেধাজ্ঞা সত্বেও গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে করোনা ভাইরাস সংক্রান্ত বিভ্রান্তিমূলক বগা সম্পূর্ণ ভুল খবর প্রচারিত হচ্ছে। ফলে এই লকডাউন পরিস্থিতিতেও করোনা নিয়ে অযথাই আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের মধ্যে। বিগত কয়েক সপ্তাহ ধরে এই আসল আর নকল খবর খুঁজে বের করতেই এখন ব্যস্ত পিআইবি (প্রেস ইনফরমেশন ব্যুরো)। শনিবার একটি অনলাইন নিউজ পোর্টালে দাবি করা হয়, ভারত এখন এই মহামারীর স্টেজে- থ্রি-এ পৌঁছে গেছে। স্টেজ- থ্রি, অর্থাৎ কোন ব্যক্তির ভ্রমণের ইতিহাস না থাকলেও পারিপার্শ্বিক বা ঘরোয়া সংস্পর্শের ফলে সংক্রমিত হয়েছেন।

পিআইবি-র তরফে স্পষ্ট  করে জানানো হয়েছে যে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক। এবিষয়ে টুইট করে সতর্ক করেছে পিআইবি। টুইটে বলা হয়েছে ” দয়া করে এই খবরের ফাঁদে পড়বেননা যেখানে দাবি করা হয়েছে যে ভারত স্টেজ-থ্রি তে পৌঁছে গেছে, অর্থাৎ কোভিড১৯-এর কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে।  দাবিগুলি বিভ্রান্তিমূলক এবং ভয়ঙ্কর # কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করার জন্য সামাজিক দূরত্বের বিভিন্ন পদক্ষেপগুলি অনুশীলন ও প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”