সেনায় যোগ দেওয়ার ছাড়পত্র পেলেন ধোনি

নয়াদিল্লি: ধোনি চেয়েছিলেন আগামী দুই মাস সেনার প্যারাশুট রেজিমেন্টের সঙ্গে প্রশিক্ষণ নিতে৷ সোমবার মোদির সেই ইচ্ছা পূরণ করলেন আর্মির চিফ জেনারেল বিপিন রাওয়াত৷ ধোনিকে সাম্মানিক লেফ্টেনেন্ট কলনেল পদ দেওয়া হয়েছে৷ কাশ্মীরে হবে ধোনির প্রশিক্ষণ৷ তবে, ধোনিকে প্রশিক্ষণের জন্য ছাড় দেওয়া হলেও কোনও অপারেশনে তাঁকে অংশ গ্রহণ করতে দেওয়া হবে না বলে সেনার তরফে সাফ জানিয়ে

সেনায় যোগ দেওয়ার ছাড়পত্র পেলেন ধোনি

নয়াদিল্লি: ধোনি চেয়েছিলেন আগামী দুই মাস সেনার প্যারাশুট রেজিমেন্টের সঙ্গে প্রশিক্ষণ নিতে৷ সোমবার মোদির সেই ইচ্ছা পূরণ করলেন আর্মির চিফ জেনারেল বিপিন রাওয়াত৷ ধোনিকে সাম্মানিক লেফ্টেনেন্ট কলনেল পদ দেওয়া হয়েছে৷ কাশ্মীরে হবে ধোনির প্রশিক্ষণ৷ তবে, ধোনিকে প্রশিক্ষণের জন্য ছাড় দেওয়া হলেও কোনও অপারেশনে তাঁকে অংশ গ্রহণ করতে দেওয়া হবে না বলে সেনার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷

গত শনিবারই ধোনি বিসিসিআইয়ের কাছ থেকে দুমাসের ছুটি চেয়ে আবেদন জানান৷ কারণ হিসেবে এই আর্মি প্রশিক্ষণের কথা জানান৷ ফলে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেও নিজেকে সরিয়ে নেন ধোনি৷ সেনা সূত্রের খবর, ধোনিকে এই প্রশিক্ষণের সময় সেনার মতোই জীবন-যাপন করতে হবে৷ তাঁদের মতোই থাকতে হবে তাঁকে৷ ধোনির ব্যাটেলিয়নের হেড অফিস বেঙ্গালুরুতে৷ কিন্তু এই মুহূর্তে তাঁরা কাশ্মীরে রয়েছেন৷

মাঠের বাইরে ভারতীয় সেনার সঙ্গে মাহির যোগ অনেক পুরানো৷ ২০১১ সালে ধোনিকে সেনায় সাম্মানিক পদ পান৷ ১৫ দিনের প্রশিক্ষণও নেন তিনি৷ প্রশিক্ষণে ধোনি প্যারশ্যুট জাম্পও করেন৷ ভারতীয় সেনার প্রতি তাঁর টান আগেই জানিয়েছেন ধোনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =