এপ্রিলের পর এই প্রথম, মুম্বইয়ের ধারাভিতে করোনা সংক্রমণ শূন্য

গত ২৪ ঘন্টায় একটিও সংক্রমনের খবর আসেনি ধারাভি থেকে। 

মুম্বই: দেশে করোনা ভাইরাস সংক্রমণের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে বিগত কয়েক সপ্তাহ পর্যন্ত সবচেয়ে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যের অন্যতম করোনাভাইরাস হটস্পট ছিল ধারাভি। কিন্তু আজ অত্যন্ত স্বস্তির খবর সামনে এসেছে। এপ্রিল মাসের পর এই প্রথম সেখানে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা শূন্য। গত ২৪ ঘন্টায় একটিও সংক্রমনের খবর আসেনি ধারাভি থেকে। 

ধারাভিতে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের খবর ধরা পড়েছিল এপ্রিল মাসের ১ তারিখ, পরবর্তী কুড়ি দিনের মধ্যেই প্রথম সংক্রমণ ধরা পড়েছিল মুম্বইয়ে। তারপর থেকে মুম্বই শহর এবং মহারাষ্ট্র রাজ্য করোনাভাইরাস পরিস্থিতিতে শীর্ষস্থানে চলে গেছিল। দিন দিন বাড়ছে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা। কিন্তু আপাতত ধারাভির এই খবর স্বস্তির বার্তা দিচ্ছে দেশবাসীকে। উল্লেখ্য এই মুহূর্তে মহারাষ্ট্রের করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ১,৯০৯,৯৫১ এবং মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪৯,০০০ জন। তবে এপ্রিল মাসের পর থেকে এই প্রথম যখন ধারাভিতে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পরল না, তখন অবশ্যই গবেষকদের ধারণা কিছুটা হলেও হয়তো মহারাষ্ট্রের পরিস্থিতি ইতিবাচক দিকে যাচ্ছে।

শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করোনা সংক্রমণ ধরা পড়েছে মাত্র ২৩,০৬৭টি। যা বৃহস্পতিবারের তুলনায় ৬ শতাংশ কম। ফলে এদিন ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যাটা পৌঁছেছে ১,০১,৪৬,৮৪৫-এ। আক্রান্তের সংখ্যা কমলেও সামান্য চিন্তা বাড়িয়েছে দৈনিক সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন ২৪ হাজার ৬৬১ জন। যা বৃহস্পতিবারের থেকে অনেকটা কম। তবে, দৈনিক আক্রান্তের থেকে সামান্য হলেও বেশি। আপাতত মোট অ্যাকটিভ কেস ২ লক্ষ ৮১ হাজার ৯১৯ জন। এই মুহূর্তে দেশের সার্বিক সুস্থতার হার প্রায় ৯৫.৭০ শতাংশের কাছাকাছি। যে পাঁচ রাজ্যে অ্যাকটিভ কেস সবচেয়ে বেশি সেই মহারাষ্ট্র, কেরল, উত্তরপ্রদেশ, বাংলা, এবং ছত্তিশগড়ে পজিটিভিটি রেট ৫ শতাংশে নেমে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 1 =