‘রাওয়াতের শেষকৃত্যে নেচে বেড়াচ্ছিল একটা দল’, নাম না করে কংগ্রেসকে নিশানা ধামীর

‘রাওয়াতের শেষকৃত্যে নেচে বেড়াচ্ছিল একটা দল’, নাম না করে কংগ্রেসকে নিশানা ধামীর

08abc402482a1818b5499cf2636eac71

নয়াদিল্লি: ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর দিন গোয়ায় নাচছিলেন কংগ্রেস নেত্রী৷ নাম না করেই প্রিয়াঙ্কা গান্ধীকে বিঁধলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী৷ তোপ দেগে তিনি বলেন,  “গোটা দেশ যখন বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী-সহ ১৩ জন সেনা আধিকারিকের মর্মান্তিক মৃত্যুতে শোকে বিহ্বল, তখনই গোয়ায় নেচে বেড়াচ্ছিলেন কংগ্রেস নেত্রী।’’ এর জন্য বিরোধীদের লজ্জা লাগা উচিত বলেও মন্তব্য করেন তিনি৷ 

আরও পড়ুন- ভ্যাকসিনকেও ফাঁকি দিতে পারে ‘ওমিক্রন’, জানিয়ে দিল ‘WHO’

প্রিয়ঙ্কা গান্ধী-র নাম না করেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, “গোটা দেশ যখন সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত সহ ১৩ জন সেনা আধিকারিকের মৃত্যুতে শোকাতুর, তখন বিরোধীরা আনন্দ উদযাপন করছিল। এনাদের নিজেদের কাজে লজ্জা  হওয়া উচিত। ওঁরা গোয়ায় নেচে বেড়াচ্ছিলেন।” প্রসঙ্গত, ১০ ডিসেম্বর গোয়ায় ছিলেন কংগ্রেস নেত্রী৷ সেখানে মোরপিরলা গ্রামে আদিবাসী মহিলাদের সঙ্গে তালে তাল মিলিয়ে তিনি নাচ করেন। এর পরেই ধামীর খোঁচা, “আমরা দেশের বীর সন্তানদের হারিয়েছি। গোটা দেশ শোকে বিহ্বল। উনি উত্তরাখণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। উনি বরাবর উত্তরাখণ্ডের উন্নয়ন নিয়ে ভেবেছেন৷ ওঁর শেষকৃত্যের দিন আনন্দে কাটিয়ে দিল একটা রাজনৈতিক দল৷ ওঁদের লজ্জা হওয়া উচিত। যতই হোক, ওঁরা এই দেশেই থাকেন। আমার মনে হয়, ওঁদের শরীর এই দেশে থাকে, অন্তরাত্মা অন্য কোথাও রয়েছে৷ সেই কারণেই কোনও বিষয়ে ওঁদের পরোয়া নেই।”

 

আক্রমণের ফলা তীক্ষ্ণ করে ধামী আরও বলেন, “একটা পরিবার ৫৫ বছর ধরে দেশ শাসন করেছে৷ অথচ দেশের শহিদদের প্রতি তাঁদের আবেগ নেই৷ জেনারেলের শেষকৃত্যের সময় ওঁরা নাচছে৷ গোয়ার প্রচার করছে৷ সবাই নিশ্চয়ই সেই ভিডিয়ো টিভিতে দেখেছেন।” উল্লেখ্য,গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে চপার দুর্ঘটনায় মৃত্যু হয় জেনারেল রাওয়াতের৷ ১০ ডিসেম্বর তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *