কলকাতা: এনআরসির আতঙ্কে তপ্ত বাংলা৷ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ৷ বিক্ষোভের নামে তাণ্ডব৷ যদিও তা কিছুটা লাগাম পরানো গিয়েছে৷ তবে সেই এনআরসির বিতর্ক আরও একবার উস্কে দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ৷
সীমান্ত পেরিয়ে কোন বাংলাদেশি নাগরিক ভারতে অবৈধভাবে বসবাস করলে ফিরিয়ে নেবে ঢাকা৷ তবে তার জন্য যথেষ্ট প্রমাণ দিতে হবে দিল্লিকে৷ এমনই মন্তব্য করলেন শেখ হাসিনা সরকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী৷
কলকাতায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে শেখ হাসিনা সরকারের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী জানিয়েছেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী আস্থা দিয়েছেন৷ এর মধ্যে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই৷ আমাদের কোনও প্রভাব পড়বে না৷ ভারত সরকারকে কেউকে ফিরত পাঠাবে না বলে আমাদেরকে জানিয়ে৷ আমাদের পলিসি একেবারে পরিষ্কার, যদি কোন আমাদের নাগরিক, বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতবর্ষে বসবাস করেন, তাহলে আমরা তাঁদের ফিরিয়ে নেব৷ কিন্তু সেটাকে প্রমাণ করতে হবে৷ তাবেই তা সম্বভ৷’’
অন্যদিকে, নাগরিকপঞ্জি ইস্যুতে নিজেদের অবস্থান বদল কর বাংলাদেশ প্রশাসনের৷ নিজেদের অবস্থান বদলে দিল্লির কাছে ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের তালিকা চাইল ঢাকা৷ বাংলাদেশের বিদেশমন্ত্রী জানিয়েছেন, দিল্লি তালিকা দিলে অবৈধ নাগরিকদের ফিরিয়ে নেওয়া হবে৷ আজ সেই একই বার্তা ঘুরিয়ে কলকাতায় এসে জানিয়ে গেলেন রিজভী৷