নয়াদিল্লি: সম্প্রতি দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন। দেশের ভাইরাস সংক্রমণের পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব সেই ব্যাপারে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। যদিও কেন্দ্রীয় সরকার বিষয়টি একেবারেই ভালোভাবে নেয়নি এবং পাল্টা প্রতিক্রিয়া দিয়ে কংগ্রেসের সমালোচনা করেছিল। এবার আরো এক প্রাক্তন প্রধানমন্ত্রী চিঠি লিখলেন নরেন্দ্র মোদীকে। তিনিও করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে পরামর্শ দিতে চাইলেন। এবার মোদীকে চিঠি লিখেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, সমস্ত বড় জমায়েত আগামী ছয় মাসের জন্য নিষিদ্ধ করে দেওয়া উচিত এবং আগামী কয়েক মাসে যে সমস্ত নির্বাচন রয়েছে সব আপাতত স্থগিত করে দেওয়া উচিত। এক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন, মেয়ে মাসের পর যে কয়েকটি উপনির্বাচন এবং স্থানীয় নির্বাচন রয়েছে সব আগামী ছয় মাসের জন্য স্থগিত করে দেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের। একইসঙ্গে, গোটা দেশের মানুষের জন্য করোনাভাইরাস ভ্যাকসিন বিনামূল্যে করে দেওয়া উচিত বলেও মনে করছেন তিনি। এর পাশাপাশি নির্বাচন কমিশনকে করোনাভাইরাস নিয়ম বিধির ব্যাপারে আরো কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া।