মুম্বই: ওএনজিসি প্লান্টে বিধ্বংসী আগুন৷ মৃত্যু পাঁচ শ্রমিকের৷ আগুন লাগার কারণ এখনও জানা যায়নি৷ মুম্বাইয়ের ওএনজিসি প্ল্যান্টে বিধ্বংসী আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
আজ সকালেই হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান কর্মীরা৷ পরিস্থিতি বুঝে উঠার আগেই বিধ্বংসী আগুনে জ্বলে ওঠে প্লান্টের একাংশে৷ তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাকা হয় দমকল৷ দমকলের ২৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে৷ তবে গ্যাস প্লান্টে আগুন লাগার ঘটনায় তেজস্ক্রিয়তা ছড়াতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ৷ তবে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণের বাইরে৷ দাউ দাউ করে জ্বলছে ওএনজিসির প্লান্টের একাংশ৷
জানা গিয়েছে, যেখানে আগুন লাগার ঘটনাটি ঘটেছে, সেখানে একটি গ্যাসের চেম্বার ছিল৷ প্যান্টের ভেতরে গ্যাস থাকার কারণে আগুনের মাত্রা তীব্র আকার ধারণ করেছে বলে জানা গিয়েছে৷
ONGC: A fire broke out in storm water drainage, today morning in Uran oil & gas processing plant. ONGC fire services & crisis management team immediately pressed into action. Fire is being contained. No impact on Oil processing. Gas diverted to Hazira Plant. #Maharashtra https://t.co/co3OoHhOjP
— ANI (@ANI) September 3, 2019