বাংলায় জঙ্গি কার্যকলাপ নিয়ে চিন্তিত গোয়েন্দারা

কলকাতা: মুর্শিদাবাদ, মালদহে বাড়ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র কার্যকলাপ৷ সঙ্গে বাড়ছে সোনা পাচার৷ এই দুই জেলায় বাংলাদেশ লাগোয়া আন্তর্জাতিক সীমান্ত ব্যবহার করছে চোরাকারবারিরা৷ বিষয়টি নিয়ে এবার উদ্বিগ্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ বাংলার পাশাপাশি পূর্ব ভারতের চারটি রাজ্যকে নিয়েও চিন্তিত দিল্লির গোয়েন্দারা৷ এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও মনে করছেন দিল্লির গোয়েন্দারা৷ একইসঙ্গে গোয়েন্দাদের আশঙ্কা, মাওবাদীদের অস্ত্রভাণ্ডারে

বাংলায় জঙ্গি কার্যকলাপ নিয়ে চিন্তিত গোয়েন্দারা

কলকাতা: মুর্শিদাবাদ, মালদহে বাড়ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র কার্যকলাপ৷ সঙ্গে বাড়ছে সোনা পাচার৷ এই দুই জেলায় বাংলাদেশ লাগোয়া আন্তর্জাতিক সীমান্ত ব্যবহার করছে চোরাকারবারিরা৷ বিষয়টি নিয়ে এবার উদ্বিগ্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷

বাংলার পাশাপাশি পূর্ব ভারতের চারটি রাজ্যকে নিয়েও চিন্তিত দিল্লির গোয়েন্দারা৷ এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও মনে করছেন দিল্লির গোয়েন্দারা৷ একইসঙ্গে গোয়েন্দাদের আশঙ্কা, মাওবাদীদের অস্ত্রভাণ্ডারে টান পড়ায় পুলিশ বাহিনীর উপর হামলা চালিয়ে অস্ত্র লুট করতে মরিয়া মাও সদস্যরা৷ পুলিশ ও সিআরপিএফ যাতে আগেভাগেই প্রস্তুত থাকে তার পরামর্শ দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =