বিহার : আরএসএস এবং তাদের শাখা সংগঠন সম্পর্কে যাবতীয় তথ্য জোগাড় করতে নির্দেশ দেওয়া হল বিহার পুলিশকে। সব জেলার স্পেশাল ব্রাঞ্চকেই এই নির্দেশ পাঠানো হয়েছে। বিজেপির সমর্থনে চলা নীতীশ কুমারের সরকারের এহেন নির্দেশে স্বাভাবিকভাবেই তোলপাড় রাজ্য রাজনীতি। বিস্মিত আরএসএস নেতারা বলছেন, বিহারের পুলিশ ভালোভাবে খবর নিলে আরএসএসের প্রকৃত চেহারাটা বুঝতে পারবে।
আরেকদল সরাসরি নীতীশকুমারকেই দায়ী করে বলেছে, সরকারি ক্ষমতার অপব্যবহার করে তিনি আরএসএসের পিছনে গোয়েন্দাগিরি করছেন। ২৮ মে জারি করা বিহারের স্পেশাল ব্রাঞ্চের এসপির ওই নির্দেশে বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে আরএসএসের সব পদাধিকারীদের নাম, ঠিকানা পাঠাতে হবে। বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, এভিবিপি, দুর্গাবাহিনী, হিন্দু জাগরণ সমিতির মতো তাদের ১৮টি শাখা সংগঠনেরও নাম-ধাম জানাতে হবে।