বিরোধিতা উপেক্ষা করেই বাজেটে অগ্নিবীর প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করলেন অর্থমন্ত্রী নির্মলা

নয়াদিল্লি: ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে পদ্ম শিবিরের সামনে অন্যতম অস্বস্তি ছিল সেনার অগ্নিবীর প্রকল্প। যদিও সেই বিতর্কিত প্রকল্প নিয়ে বাজেটে একটি শব্দও খরচ করেননি কেন্দ্রীয়…

নয়াদিল্লি: ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে পদ্ম শিবিরের সামনে অন্যতম অস্বস্তি ছিল সেনার অগ্নিবীর প্রকল্প। যদিও সেই বিতর্কিত প্রকল্প নিয়ে বাজেটে একটি শব্দও খরচ করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে বাজেট নথিতে দেখা গেল, স্থলসেনায় অগ্নিবীর প্রকল্পে গত বারের চেয়ে এবারের বরাদ্দ বাড়ল আরও বেশি৷ গত বছর যেখানে ২৮৩৫ কোটি বরাদ্দ করা হয়েছিল,এবার তা বেড়ে হয়েছে ৫২০২ কোটি টাকা। সেনা কর্তাদের একাংশ, সেনায় যোগ দিতে উৎসাহীদের একাংশ এবং বিরোধীরা অগ্নিবীর নিয়ে বারবার বিরোধিতা করেছে৷ প্রকল্প বাতিলের দাবিও  উঠেছে৷ তবে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করে কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে, আপাতত ওই প্রকল্প বাতিলের কোনও পরিকল্পনাই নেই নরেন্দ্র মোদী সরকারের৷