প্রকাশ্যে এল অযোধ্যার মসজিদ ও হাসপাতালের নকশা, বছরের শুরুতেই নির্মাণ

অযোধ্যা: রাম মন্দিরের পর এবার সামনে এল অযোধ্যা মসজিদ ও হাসপাতালের নকশা। সুপ্রিম কোর্টের নির্দেশিত জমিতে মসজিদ ও হাসপাতাল নির্মাণের কথা আগেই জানা গিয়েছিল। তবে শুধু মসজিদ ও হাসপাতাল নয়, কমিউনিটি কিচেন এবং একটি লাইব্রেরিও তৈরি হবে। তবে শনিবার প্রকাশিত হল মসজিদেরই প্রথম নকশা। মসজিদ তৈরির জন্য গঠিত ট্রাস্ট ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের তরফে এটি প্রকাশ করা হয়েছে।

 

অযোধ্যা: রাম মন্দিরের পর এবার সামনে এল অযোধ্যা মসজিদ ও হাসপাতালের নকশা। সুপ্রিম কোর্টের নির্দেশিত জমিতে মসজিদ ও হাসপাতাল নির্মাণের কথা আগেই জানা গিয়েছিল। তবে শুধু মসজিদ ও হাসপাতাল নয়, কমিউনিটি কিচেন এবং একটি লাইব্রেরিও তৈরি হবে। তবে শনিবার প্রকাশিত হল মসজিদেরই প্রথম নকশা। মসজিদ তৈরির জন্য গঠিত ট্রাস্ট ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের তরফে এটি প্রকাশ করা হয়েছে।

অযোধ্যার নির্মীয়মাণ রাম মন্দির থেকে মসজিদের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ধন্নিপুর গ্রামে মসজিদের জন্য ৫ একর জমি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সেখানে নতুন এই মসজিদ নির্মাণ হবে। এই মসজিদের নকশার সঙ্গে পুরনো বাবরি মসজিদের নকশার কোনও মিল থাকবে না। নতুন এই মসজিদের নকশা তৈরির দায়িত্বে রয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়ার স্থাপত্য বিদ্যা বিভাগের ডিন এসএম আখতার। সোশ্যাল মিডিয়ায় মসজিদের যে ডিজাইন প্রকাশ পেয়েছে তাতে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের টুইটার পেজে এই নকশা প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, বিশ্বের অন্য অনেক আধুনিক মসজিদের মতোই এই মসজিদ তৈরি করা হবে। এটি কাঁচ দিয়ে ঘেরা থাকবে। মসজিদের পাশেই থাকবে অত্যাধুনিক হাসপাতাল।

তবে মসজিদের নাম এখনও ঠিক হয়নি। পরের বছরই মসজিদের প্রথম দফার কাজ শুরু হওয়ার কথা। জানা গিয়েছে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হতে পারে। প্রথমে মসজিদ তৈরি হবে ও তারপর শুরু হবে হাসপাতাল তৈরির কাজ। লখনউয়ের একটি অনুষ্ঠানে নকশাটি প্রকাশ করে ট্রাস্ট একথা জানিয়েছে। তারা এও জানিয়েছে এই মসজিদটি ভারতে হিন্দু–মুসলিম লড়াই এবং ঐতিহ্যের নিদর্শন। যে হাসপাতালটি ওই জমিতে তৈরি করা হবে, সেখানে অত্যাধুনিক সরঞ্জাম থাকবে। স্থানীয় মানুষদের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে বলেো ট্রাস্টের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 12 =