নয়াদিল্লি: সংসদে যে ভাবে বিল পাশ করা হচ্ছে তাতে বেজায় নারাজ তৃণমূল৷ তোপ দেগে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেছিলেন, ‘সংসদে আইন পাশ হচ্ছে, নাকি পাপড়ি চাট বানানো হচ্ছে!’ তাঁর এই মন্তব্য শুনে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী৷ অধিবেশনের সময়ে সকল সাংসদদের সংযম রাখার কথাও বলেন তিনি৷ মোদীর মন্তব্যের পাল্টা জবাব দিল তৃণমূল৷ অভিনব প্রতিবাদে দিল্লিতে পাপড়ি চাট বানালেন ডেরেক ও’ব্রায়েনরা৷ দিল্লির সংসদীয় রাজনীতিতে আচমকাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিল পাপড়িচাট৷
আরও পড়ুন- ত্রিপুরায় তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধবে বামেরা? মানিক সরকারের মন্তব্যে জল্পনা তুঙ্গে
দিল্লির দলীয় দফতরে পাপড়ি চাট পার্টির আয়োজন করছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা। সঙ্গে ছিলেন দলের লোকসভা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ অন্যান্যরাও। প্রসঙ্গত, সংসদে বিরোধীদের অনুপস্থিতিতেই একের পর এক গুরুত্বপূর্ণ বিল দ্রুত পাশ করিয়ে নিচ্ছেন মোদী সরকার। যা নিয়ে টুইটে খোঁচ দিয়েছিলেন ডেরেক৷ তিনি বলেন, সংসদে প্রতিটি বিল পিছু মাত্র ৭ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে৷ এই বিষয়ে একটি তালিকাও তুলে ধরেন তিনি৷ সেই সঙ্গে তিনি টুইটে লেখেন, “সংসদে বিল পাশ করছেন, নাকি পাপড়ি চাট বানাচ্ছেন।” প্রসঙ্গত, বিরোধীরা যখন পেগাসাস ইস্যুতে সংসদে আলোচনার দাবিতে যখন বিক্ষোভে মুখর, তখন সেই সুযোগে বিনা আলোচনাতেই বিল পাশ করে নিচ্ছে কেন্দ্র৷
আরও পড়ুন- স্বাধীনতার প্রাক্কালে ত্রিপুরায় জঙ্গি হামলা! শহিদ ২ জওয়ান
ডেকেরে’র মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দেয়৷ মঙ্গলবার অধিবেশন শুরুর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ বিজেপির সংসদীয় কমিটির অন্যান্য শীর্ষ নেতা-মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকেই ডেরেকের মন্তব্য নিয়ে সরব হন নমো। তৃণমূল সাংসদের এই আচরণ ‘সংসদের জন্য অপমানজনক’ বলেও উল্লেখ করেন তিনি। এদিকে, মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি সাংবাদিকদের বলেন, ‘‘তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন একটি টুইট করেছেন। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মনে করেন, যাঁরা সাংসদদের নির্বাচিত করেন, এটা তাঁদের অপমান। গোটা ঘটনায় প্রধানমন্ত্রী অত্যন্ত দুঃখিত৷’ প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করার পরেই বিভিন্ন ধরনের পাপড়ি চাট খান তৃণমূল সাংসদরা৷ এমনকী সাংবাদিকদেরও পাপড়ি চাট খাওয়ান তাঁরা৷