নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন জেতার পরে তৃণমূল কংগ্রেস এখন বিরোধী জোট শক্তিশালী করার কাজে হাত লাগিয়েছে। উত্তর-পূর্ব থেকে শুরু করে দক্ষিণের রাজ্যগুলিতে ঘাসফুলের জন্যে মাটি শক্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অসম, ত্রিপুরা তো রয়েছেই, এবার তৃণমূল কংগ্রেসের নিশানায় কর্ণাটক। জোট সঙ্গীর খোঁজে এবার সেখানে নজর তৃণমূলের নেতৃত্বের। এদিন দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার বাসভবনে যান রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সেখানে অনেকক্ষণ তাঁর সঙ্গে বৈঠক হয় তাঁর। এমনকি ডেরেক ফোনে অভিষেকের সঙ্গে কথা বলিয়ে দেন দেবগৌড়ার।
বাংলার নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করার পর এবার তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ২০২৪ লোকসভা নির্বাচন। তার আগে বিজেপি বিরোধী শক্তিগুলিকে এক ছাতার তলায় আনার চেষ্টায় কাজ শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক রাজ্যে বিজেপি বিরোধী দলগুলোকে এক জায়গায় আনার চেষ্টা করছেন তিনি। এই একই কারণে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এই প্রসঙ্গে টুইট করেছেন দেবগৌড়া এবং তিনি জানিয়েছেন, তাঁর বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং তাঁদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। যদিও অভিষেকের সঙ্গে তার কী কথা হয়েছে এই ব্যাপারে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি। এই মুহূর্তে ত্রিপুরা নিয়ে ব্যাপক উত্তেজনা রয়েছে জাতীয় রাজনীতিতে। এরই মধ্যে দক্ষিণের রাজ্যগুলিতে ধীরে ধীরে নিজেদের অস্তিত্ব বাড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ কর্ণাটক ছাড়া কেরলেও আগামী এক বছরের মধ্যে প্রতিটি জেলায় জেলায় কমিটির সঙ্গে ব্লক কমিটি গড়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।
My young Rajya Sabha colleague Derek O’Brien, from my friend and Bengal Chief Minister Mamata Banerjee’s TMC, met me yesterday, at my New Delhi residence. We had a good exchange of ideas. @derekobrienmp @MamataOfficial @AITCofficial pic.twitter.com/36IS8F4mbr
— H D Devegowda (@H_D_Devegowda) August 10, 2021
এদিকে ত্রিপুরাতে পুলিশের কাজে বাধা দান, অভব্য ব্যবহার সহ একাধিক অভিযোগে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূল নেতা দোলা সেন, কুণাল ঘোষেদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল ত্রিপুরা পুলিশ৷ মঙ্গলবার গভীর রাতে খোয়াই থানার তরফে এই এফআইআর দায়ের করা হয়েছে৷