মৃত কৃষকদের শ্রদ্ধা জানিয়ে রাজ্যসভায় নীরবতা পালন ডেরেকের, সঙ্গ দিল সবাই

মৃত কৃষকদের শ্রদ্ধা জানিয়ে রাজ্যসভায় নীরবতা পালন ডেরেকের, সঙ্গ দিল সবাই

নয়াদিল্লি: বিগত কয়েক মাস ধরে দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করছেন কৃষকরা। আন্দোলনরত অবস্থায় ইতিমধ্যেই বেশ কয়েক জন কৃষকের মৃত্যু পর্যন্ত হয়েছে। কিন্তু বিরোধীদের অভিযোগ কেন্দ্রীয় সরকার সেই দিকে নজর না দিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় থেকেই কৃষক আন্দোলনকে আরো বেশি চ্যালেঞ্জ করার চেষ্টা করছে। এ দিন রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, আন্দোলনে যুক্ত যে সমস্ত কৃষকদের ইতিমধ্যেই মৃত্যু ঘটে গিয়েছে তাদের আন্দোলনকে সম্মান জানানো উচিত এবং সেই কারণেই তিনি আজ নিজের বক্তৃতা এক মিনিট বন্ধ রাখবেন এবং মৃত কৃষকদের প্রতি সম্মান জানাবেন। 

মৃত কৃষকদের প্রতি সম্মান জানাতে নিজের বক্তৃতা এক মিনিট বন্ধ রাখেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং তিনি তাঁর সহকর্মী অন্য তৃণমূল কংগ্রেস সাংসদদের উঠে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করার আর্জি জানান। যদিও বাকি দলের সাংসদদের তিনি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আর্জি জানাননি নীরবতা পালনের জন্য। কিন্তু মৃত কৃষকদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য যেই নীরবতা পালনের প্রস্তাব দেন ডেরেক ও’ব্রায়েন সঙ্গে সঙ্গে অন্যান্য দলের সাংসদরা উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মতি জানান এবং নীরবতা পালনের জন্য রাজি হন। সঙ্গে সঙ্গেই এ দিন রাজ্যসভায় এক নজিরবিহীন ঘটনা ঘটে। 

এর পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলন এবং কৃষকদের প্রতি তাঁর সম্মান এবং জ্ঞান প্রসঙ্গেও রাজ্য সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি জানান, খুব অল্প লোক আছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মত কৃষকদের বোঝেন এবং জানেন। কৃষক আন্দোলন শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সাংসদদের বলেছিলেন কোনরকম দলের পতাকা বা প্রতীক ছাড়াই এবং সংবাদমাধ্যমকে ছাড়া কৃষক আন্দোলন স্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে। শুধু গিয়ে জানতে যে তাদের কি সমস্যা এবং তারা কি চাইছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে তারা সেই কাজ করেছেন বলে এ দিন রাজ্যসভায় বলেন ডেরেক ও’ব্রায়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *