লখনউ: করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভয়াবহ সঙ্কটের এই সময়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কয়েক দিন আগে সম্প্রীতি বজায় রাখার কথা বলেছেন। সম্প্রীতি রক্ষার একই সুর শোনা গেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরর প্রধান মোহন ভাগবতের মুখেও। অন্যদিকে এই পরিস্থিতিতে দাঁড়িয়েও উত্তরপ্রদেশের জনপ্রতিনিধির মন্তব্যে সাম্প্রদায়িকতার ছাপ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, মুসলিম বিক্রেতাদের থেকে সবজি কিনতে মানা করছেন দেওরিয়ার বিজেপি বিধায়ক সুরেশ তিওয়ারি।
সোশ্যাল মিডিয়ায় ১৪ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে উত্তরপ্রদেশের বিধায়ক সুরেশ তিওয়ারিকে। সেখানে তিনি বলছেন, 'একটা কথা মাথায় রাখুন। আমি প্রকাশ্যে বলছি, মুসলিম বিক্রেতাদের থেকে সবজি কেনার দরকার নেই।' এই ভিডিওটি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। সাম্প্রদায়িক উস্কানি রয়েছে এই বক্তব্য, এমন অভিযোগ তুলেছেন নেটিজেনদের একাংশ। যদিও এই বিষয়ে তিনি সাফ জবাব দিয়েছেন, 'আমি আমার নির্বাচনী এলাকায় কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম। লকডাউন নিয়েই কথাবার্তা হচ্ছিল আমাদের মধ্যে। সেই সময় তাঁরা আমার কাছে অভিযোগ করেন, মুসলিম বিক্রেতারা তাঁদের দিকে থুতু ছেটাচ্ছেন।'
আর সেই অভিযোগের ভিত্তিতেই ওই মন্তব্য করেছেন বলে জানিয়েছেন তিনি। সেই সময়ে তিনি তাঁদের পরামর্শ দেন বলে জানিয়েছেন তিনি। সুরেশবাবু বলেন, 'এই ব্যাপারে আমি কিছু করতে পারব না বলেই জানিয়েছি ওদের। তবে করোনা সংক্রমণ রুখতে ওই মুসলিম বিক্রেতাদের থেকে জিনিসপত্র কেনা এড়িয়ে চলার পরামর্শ দিই।' এই প্রসঙ্গে তিনি আরও বলেন, 'মানুষ যদি আমার কাছে কিছু জানতে চান, বিধায়ক তখন কী বলবেন? আমি কি ভুল বলেছি?' তবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীদের একাংশ। সমাজবাদী পার্টির তরফে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে। তবে উত্তরপ্রদেশের ওই বিধায়ক এই ঘটনাকে বড় করে দেখতে নারাজ। তাঁর ওই বক্তব্যকে বড় ইস্যু করা হচ্ছে বলেই মত তাঁর।