নয়াদিল্লি: রাজ্যের রাজনৈতিক হিংসা নিয়ে রাষ্ট্রপতির দরবারে অভিযোগ জানাল বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ আজ মঙ্গলবার রাজ্য বিজেপির প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে নালিশ জানিয়েছে বলে খবর৷ আজ রাষ্ট্রপতির কাছে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলে বিজেপি৷ পুজোর সময় বাংলায় বিজেপির ৮ কর্মীর মৃত্যু হয়েছে বলেও রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানান বঙ্গ বিজেপির নেতৃত্ব৷ রাজ্যের শাসক দলের পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও তোলা হয় প্রশ্ন৷
রাষ্ট্রপতির দরবারে অভিযোগ জানিয়ে আসার পর বিজেপির নেতারা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, রাজ্যের পুলিশ শাসক দলের নেতাদের কথাও চলে৷ রাজনৈতিক চক্রান্ত করে বিজেপি নেতাদের নামে মিথ্যে মামলা রুজু করেছে পুলিশ৷ এই রাজ্যের আইনের শাসন নেই বলেও মন্তব্য করেন মুকুল রায় ও অর্জুন সিংহ৷ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর মুকুল রায় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, রাজ্যের গণতন্ত্র রক্ষার আর্জি নিয়ে আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছি৷ রাজ্যের আইনশৃঙ্খা নেই৷ রাজ্য পুলিশের ষড়যন্ত্রের কারণে রাজ্য বিজেপির ২৮ হাজার কর্মী জেলে রয়েছেন৷ তাঁদের মুক্তির দাবি জানিয়েছি আমরা৷ বাংলার গণতন্ত্র রক্ষায় শাসক দলের বিরুদ্ধে রাস্তায় দাড়ে লড়াই হবে বলেও জানিয়েছেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়৷
‘বাংলায় গণতন্ত্র শেষ’, রাষ্ট্রপতির দ্বারস্থ বঙ্গ বিজেপি
‘বাংলায় গণতন্ত্র শেষ’, রাষ্ট্রপতির দ্বারস্থ বঙ্গ বিজেপি
Gepostet von Aaj Bikel আজ বিকেল am Dienstag, 15. Oktober 2019
A high-level delegation of Bharatiya Janata Party comprising of National General Secretary, Kailash Vijayvargiya and party leaders SS Ahluwalia and Mukul Roy to meet President Ram Nath Kovind today over #Murshidabad triple murder case.
— ANI (@ANI) October 15, 2019
কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চট্টোপাধ্যায়ের অভিযোগ, রাজ্য পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে৷ ফলে ২০ হাজার বিজেপি কর্মী ভুয়ো মামলায় জেলে রয়েছেন৷ এই অবস্থায় চলতে থাকলে বাংলায় আর কোনও বিরোধী রাজনৈতিক দল থাকতে পারবে না৷ বাংলায় গণতন্ত্র শেষ হয়ে যাচ্ছে৷ সেই কারণে রাষ্টপতি ভবনে রাজ্য দেশের সাংবিধানিক প্রধানের সঙ্গে দেখা করলাম৷