ডেলিভারি বক্স, নাকি জন্মদিনের কেক? স্ত্রীকে নয়া উপহার স্বামীর

নয়াদিল্লি : কোনও ভাবেই দেখে বোঝার যাবে না অনলাইন শপিং সংস্থার ডেলিভারি বাক্স নাকি, বার্থ-ডে কেক৷ স্ত্রীর জন্মদিনে অভিনব কেক উপহার স্বামীর৷ কিন্তু, কেন এমন ভাবনা? বউ নাকি দিনের বেশিরভাগ সময় অনলাইন সংস্থাগুলি থেকে শপিংয়ে ব্যস্ত থাকেন৷ অর্ডার দেওয়া সামগ্রী যখন বাড়িতে পৌঁছায়, তখনই খুশিতে লাফিয়ে ওঠেন স্ত্রী৷ আর সেই কারণে, স্ত্রীকে চমকে দিয়ে নয়া

ডেলিভারি বক্স, নাকি জন্মদিনের কেক? স্ত্রীকে নয়া উপহার স্বামীর

নয়াদিল্লি : কোনও ভাবেই দেখে বোঝার যাবে না অনলাইন শপিং সংস্থার ডেলিভারি বাক্স নাকি, বার্থ-ডে কেক৷ স্ত্রীর জন্মদিনে অভিনব কেক উপহার স্বামীর৷ কিন্তু, কেন এমন ভাবনা?

বউ নাকি দিনের বেশিরভাগ সময় অনলাইন সংস্থাগুলি থেকে শপিংয়ে ব্যস্ত থাকেন৷ অর্ডার দেওয়া সামগ্রী যখন বাড়িতে পৌঁছায়, তখনই খুশিতে লাফিয়ে ওঠেন স্ত্রী৷ আর সেই কারণে, স্ত্রীকে চমকে দিয়ে নয়া ভাবনা স্বামীর৷ যেমন ভাবনা তেমন কাজ৷ পেশায় চিত্রকর ওয়েলন নর্থ ক্যারোলিনা সুইট ড্রিমস বেকারিতে ওই বিশেষ কেকের বরাদ দিয়ে আসেন৷ স্ত্রীর জন্মদিনে অ্যামাজন ডেলিভারি বক্স প্যাকের আদলে ওই কেকটি দেখে খুশিতে নেচে ওঠেন স্ত্রী৷ কেকটি এতটাই নিখুদ ভাবে তৈরি ছিল, দূর থেকে দেখেও ধরা যাবে না৷ ওই কেকের ছবি ফেসবুকে শেয়ার করেছেন ওয়েলন৷ তার পরেই সেই ছবি ভাইরাল৷ নেটিজেনরাও অবাক এই অভিনব কেক দেখে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =