দিল্লির আমলাতন্ত্র নিয়ে বিল পাশ, লোকসভায় ওয়াকআউট বিরোধীদের

দিল্লির আমলাতন্ত্র নিয়ে বিল পাশ, লোকসভায় ওয়াকআউট বিরোধীদের

নয়াদিল্লি: দিল্লির আমলাদের নিয়োগ এবং বদলির সিদ্ধান্ত কাদের, তা নিয়ে এতদিন বিতর্ক চলছে। সুপ্রিম কোর্ট এক রকম রায় দিলেও সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অধ্যাদেশ জারি করে মোদী সরকার। বিরোধীদের শত আপত্তি এবং আদালতের আগের নির্দেশকে কার্যত পাত্তা না দিয়েই দিল্লির আমলাদের নিয়োগ এবং বদলির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে নিজেদের জমি শক্ত করে নিল বিজেপি সরকার। আজ লোকসভায় পাশ হল দিল্লির আমলা নিয়ন্ত্রণ নিয়ে বিল। 

গত ১১ মে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছিল দিল্লির নির্বাচিত সরকার আমলাদের রদবদল এবং প্রশাসনিক সিদ্ধান্ত নেবে, এই অধিকার তাদের। কিন্তু সেই নির্দেশের বিরোধিতা করে অধ্যাদেশ জারি করে মোদী সরকার। বলা হয়, জাতীয় রাজধানী সিভিল সার্ভিসেস কর্তৃপক্ষ গঠন করা হবে। আমলাদের নিয়োগ এবং বদলির ব্যাপারে তাঁরাই সিদ্ধান্ত নেবেন। অবশেষে আজ বিরোধীদের আপত্তি সত্ত্বেও বৃহস্পতিবার দিল্লির আমলাতন্ত্র নিয়ে বিল পাশ হয়ে গেল লোকসভার নিম্নকক্ষে। এরপরই ওয়াক আউট করেন বিরোধী সাংসদরা।

গোটা ইস্যু নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান, কেন্দ্রের হাতে এই ক্ষমতা যাওয়া মানে দিল্লির মানুষ ক্রীতদাসে পরিণত হবেন। বিলটিকে সমর্থনের জন্য বিজেপির সরকারের একটিও যুক্তি নেই। তারা নিজেরাও জানে যে এটা ভুল হচ্ছে। এর ফল ভোগ করতে হবে দিল্লির মানুষকে। প্রসঙ্গত, দিল্লির পুলিশ, আইনশৃঙ্খলা এবং ভূমি দফতর সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন্দ্রের হাতেই রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 3 =