বায়ুদূষণে জেরবার দিল্লি! গড়ে প্রায় ১২ বছর আয়ু কমছে দিল্লিবাসীদের!

বায়ুদূষণে জেরবার দিল্লি! গড়ে প্রায় ১২ বছর আয়ু কমছে দিল্লিবাসীদের!

delhi residents

নয়াদিল্লি:  রাজধানীর বায়ু দূষণের কথা কারও অজানা নয়৷ বহুদিন ধরেই দূষণের নাগপাশে আবদ্ধ ভারতের রাজধানী শহর দিল্লি। গত কয়েক দশকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির তালিকায় বেশ উপরের দিকেই দিল্লির স্থান। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে, দিল্লি শুধু বিশ্বের সবচেয়ে দূষিত শহরই নয়, এই দূষণের কারণে রাজধানীর বাসিন্দাদের গড় আয়ু কমে গিয়েছে প্রায় ১২ বছর!

দিল্লির দূষণ নিয়ে সম্প্রতি এই গবেষণাটি করেছে আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁদের দাবি, ভারতের ১৩০ কোটি মানুষ দূষণ কবলিত৷ তাঁরা হু নির্ধারিত বায়ুর গুণমান সূচক পেরনো দূষিত এলাকায় বসবাস করেন। এছাড়াও দেশের ৬৭.৪ শতাংশ মানুষ যে এলাকায় বসবাস করছেন, সেখানে ভারত সরকার নির্ধারিত বায়ুর গুণমান সুচকও ছাপিয়ে গিয়েছে। এই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক বলেই মনে করছেন গবেষকরা।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের কথায়, মাত্রাতিরিক্ত দূষণের জেরে দিল্লির দু’কোটি বাসিন্দার গড় আয়ু কমে যাচ্ছে। হু-র গাইডলাইন অনুযায়ী, দূষণের জেরে প্রায় ১১ বছর ৯ মাস গড় আয়ু কমতে পারে। ভারত সরকারের গাইডলাইন অনুযায়ী তা কমতে পারে গড়ে ৮ বছর ৫ মাস। গবেষকরা জানিয়েছেন, এই দূষণের জন্য দায়ী দিল্লিরই মানুষ৷ তাঁরা সতর্ক হতে পারননি৷ যানবাহনের দূষিত ধোয়া থেকে নির্মাণকাজ, একাধিক কারণে বিষাক্ত হয়ে উঠেছে রাজধানী দিল্লি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 12 =