তৃণমূল কর্মী-সমর্থকদের রাজঘাট থেকে বের করল পুলিশ, বিশৃঙ্খলার অভিযোগ

তৃণমূল কর্মী-সমর্থকদের রাজঘাট থেকে বের করল পুলিশ, বিশৃঙ্খলার অভিযোগ

delhi police

নয়াদিল্লি: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে রাজঘাটের সামনে ধর্নায় বসেছে তৃণমূল। কিন্তু সময়ের আগেই তৃণমূল কর্মী-সমর্থকদের সেখান থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল। জানা গিয়েছে, নিরাপত্তার বিষয় নিয়ে সতর্ক পুলিশ, সেই কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও তৃণমূল রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে। 

এ দিন দুপুর ১টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্য বাকি নেতারা রাজঘাটে গিয়ে গান্ধীজিকে শ্রদ্ধা জানান। তারপর নির্ধারিত সময়ে তাদের ধর্না শুরু হয়। কিন্তু জানা গিয়েছে, ধর্নার জন্য বরাদ্দ নির্ধারিত সময়ের আগেই রাজঘাট থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের বের করে দিয়েছে দিল্লি পুলিশ। এমনিতেই রাজঘাট চত্বরে সবসময় ১৪৪ ধারা জারি থাকে। তার ওপর আজ গান্ধী জয়ন্তী। সেই কারণেই নিরাপত্তার ইস্যুতে এই পদক্ষেপ। বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না তৈরি হয় তার জন্য তৎপর পুলিশ। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বাকি সাংসদরা সেখানে রয়েছেন বলে খবর। 

তৃণমূলের কর্মী-সমর্থক এবং একশো দিনের কাজের ‘বঞ্চিত’ জব কার্ড হোল্ডাররা সকালেই একাধিক বাসে করে পৌঁছেছেন দিল্লিতে। তাঁদের জন্য অম্বেডকর ভবনে থাকার বন্দোবস্ত করা হয়েছিল। ওখান থেকেই সকলে কর্মসূচিতে অংশ নেন। রাজ্যের ‘প্রাপ্য’ টাকার পরিসংখ্যান উল্লেখ করে এবং দ্রুত টাকা মঞ্জুর করার দাবি তুলে একাধিক পোস্টার তৈরি করে ধর্নায় বসে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, আজকের পর মঙ্গলবার যন্তরমন্তরে রয়েছে দলের কর্মসূচি৷ এর জন্য দিল্লি পুলিশের কাছেও অনুমতি চাওয়া হয়েছিল। দলীয় সূত্রে খবর, সেই অনুমতি মিলেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =