Aajbikel

Breaking: তৃণমূলের কর্মসূচির অনুমতি নয়, 'বাংলা মডেল' অনুসরণ দিল্লি পুলিশের

 | 
অভিষেক

নয়াদিল্লি: তৃণমূলের কর্মসূচিতে 'না' বলে দেওয়া হল। 'বাংলা মডেল' অনুসরণ করল দিল্লির পুলিশ। আসলে আগামী ২ অক্টোবর দিল্লিতে ধর্না কর্মসূচির ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু দিল্লি পুলিশ তৃণমূলের ওই কর্মসূচিতে অনুমতি দেয়নি। দিল্লির রামলীলা ময়দানে ওই কর্মসূচির ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এ বিষয়ে দলের তরফে দিল্লি পুলিশের কাছে অনুমতি চাওয়া হলে তা মেলেনি বলেই জানা গিয়েছে।  

বিষয় হয়, এই ঘটনা ঘটতেই বিজেপির বিরুদ্ধে সরব হওয়া শুরু করেছে ঘাসফুল শিবির। কারণ দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে আর মন্ত্রী হলেন অমিত শাহ। তাই তৃণমূলের কর্মসূচিতে বাধা দেওয়ার ইস্যুতে গেরুয়া শিবিরই যে যুক্ত তা দাবি করা হচ্ছে। এক্ষেত্রে তৃণমূলের কটাক্ষ, বিজেপি আসলে ভয় পেয়েছে তাই দিল্লির বুকে তাদের কোনও কিছু করতে দিতে চাইছে না। তাই জন্য বাংলার আন্দোলন রুখতে তারা পুলিশকে ব্যবহার করছে। প্রসঙ্গত, ১০০ দিনের বকেয়া টাকা আদায়ে এই কর্মসূচি ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। 

উল্লেখযোগ্য বিষয়, বিজেপি যখন বাংলায় কোনও সভা বা কর্মসূচির ঘোষণা করে তখন তারা তৃণমূলের বিরুদ্ধে এই একই অভিযোগ করে। দাবি করা হয়, সরকারের নির্দেশে পুলিশ তাদের সভা বা অন্য কর্মসূচির অনুমতি দেয় না। বারংবার দেখা গিয়েছে, বিজেপিকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে সভা বা মিছিলের অনুমতি পেতে। আর এখন ঠিক এই একই পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানী দিল্লিতে। আর সেখানে বঙ্গের বিজেপির মতো তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে।      

Around The Web

Trending News

You May like