“গ্রেটার নামে হয়নি FIR”, জানিয়ে দিল দিল্লি পুলিশ

“গ্রেটার নামে হয়নি FIR”, জানিয়ে দিল দিল্লি পুলিশ

নয়াদিল্লি:  ভারতের কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছিলেন সুইডেনের তরুণ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। বুধবার সারাদিন তা নিয়ে কম জলঘোলা হয়নি। ভারতের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশী মন্তব্যকে অনেকেই ভালো চোখে দেখেননি। বলিউড থেকে শুরু করে ক্রিকেট, গ্রেটার বিরুদ্ধে গর্জে উঠেছিল সকলেই। এমনকি সুইডিশ এই পরিবেশকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দিল্লি পুলিশ। 

আরও পড়ুন- রেল বাজেটে বঞ্চিত বাংলা, অধিকাংশ প্রকল্পে বরাদ্দ মাত্র হাজার টাকা!

কিন্তু সারাদিন ধরে ব্যাপক চর্চার পর দিল্লি পুলিশের মুখে শোনা গেল খানিক ভিন্ন সুর। কৃষক বিক্ষোভ ইস্যুতে পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের নামে কোনও FIR দায়ের করা হয়নি, এদিন এমনটাই দাবি করল দিল্লি পুলিশ। বস্তুত, ট্যুইটারে গ্রেটা থুনবার্গের শেয়ার করা টুলকিট ডকুমেন্টটির স্রষ্টাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে। গ্রেটার বিরুদ্ধে এফআইআর নিয়ে যখন শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়, তখনই দিল্লি পুলিশের তরফ থেকে আসে এই সংশোধনী ব্যাখ্যা। 

এ প্রসঙ্গে সাংবাদিকদের সামনে মুখ খোলেন দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার প্রবীর রঞ্জন। তিনি বলেন অভিযোগপত্রে দিল্লি পুলিশ কারোর নাম নেয় নি। “আমরা কারোর নামে এফআইআর করি নি। টুলকিটের স্রষ্টাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে, যা তদন্ত সাপেক্ষ। দিল্লি পুলিশ ঘটনার তদন্ত করবে”, জানান স্পেশাল কমিশনার প্রবীর রঞ্জন।

আরও পড়ুন- কৃষক-বিদ্রোহ: গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে FIR পুলিশের, জবাব পরিবেশকর্মীর

উল্লেখ্য, সুইডিশ পরিবেশ কর্মীর বিরুদ্ধে দিল্লি পুলিশ মামলা দায়ের করেছে, এই খবর নিয়ে যখন রীতিমতো শোরগোল পড়ে যায়, তখন তার জবাব আসে গ্রেটা থুনবার্গের কাছ থেকেও। তিনি ট্যুইটারে জানান, এখনও তিনি ভারতের কৃষকদের পাশেই আছেন। “কোনো হুমকি, বিদ্বেষ অথবা মানবাধিকার লঙ্ঘনই আমার অবস্থান বদল করতে পারবে না” লেখেন গ্রেটা থুনবার্গ।
 

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের কৃষক আন্দোলন নিয়ে একা গ্রেটা থুনবার্গই নয়, মুখ খুলেছিলেন একাধিক বিদেশী তারকা। মার্কিন পপস্টার রিহানা থেকে শুরু করে প্রাক্তন পর্ণ তারকা মিয়া খলিফা পর্যন্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু ভারতের ভাবমূর্তি কলুষিত করার জন্য একে এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে দেখেছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =