লালকেল্লা হামলার ঘটনায় মূল অভিযুক্ত দীপ সাধু গ্রেফতার

লালকেল্লা হামলার ঘটনায় মূল অভিযুক্ত দীপ সাধু গ্রেফতার

নয়াদিল্লি: ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কৃষক বিদ্রোহে উত্তাল হয়ে ওঠে রাজধানী দিল্লি৷ বিক্ষোভের আঁচ লাগে লালকেল্লার গায়ে৷ পুলিশি ব্যারিকেড ভেঙে লালকেল্লায় ঢুকে পড়ে উন্মত্ত আন্দোলনকারীরা৷ ওড়ানো হয় কৃষক আন্দোলনের পতাকা৷ এই ঘটনায় মূল অভিযুক্ত পঞ্জাবি অভিনেতা দীপ সাধুকে মঙ্গলবার গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল৷ ২৬ জানুয়ারি শান্তিপূর্ণ ট্রাক্টর ব়্যালিতে যোগ দেওয়া কৃষকদের উস্কানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷ 

আরও পড়ুন-  “দেশটা বিশ্বাসের উপর চলে না”, প্রধানমন্ত্রীর আশ্বাসেও অনড় রাকেশ টিকাইত

রবিবার লালকেল্লা হামলার ঘটনায় জড়িত ‘মোস্ট ওয়ান্টেড’ সুখদেব সিংকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স৷ সুখদেবের খোঁজ দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল দিল্লি পুলিশ৷ রবিবার চণ্ডীগড় থেকে গ্রেফতার করা হয় তাঁকে৷ এর দু’দিন পর মঙ্গলবার সকালে পুলিশের জালে ধরা পড়েন দীপ সাধু৷ লালকেল্লা হিংসার ঘটনায় দীপ সাধু ও গ্যাংস্টার লাক্কা সাদানার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল৷ তাঁর খোঁজ দিতে পারলে ১ লক্ষ টাকার পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেছিল পুলিশ৷ মঙ্গলবার দিল্লি পুলিশের স্পেশাল সেল জানায়, ‘’২৬ জানুয়ারি হিংসার ঘটনায় অভিযুক্ত দীপ সাধু গ্রেফতার৷’’ 

আরও পড়ুন- বাইডেনকে সাফল্যের শুভেচ্ছা নমোর, জানালেন সস্ত্রীক ভারতে আসার আমন্ত্রণ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধু ক্যালিফোর্নিয়ায় তাঁর এক বান্ধবীর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন৷ দীপ এখান থেকে ভিডিয়ো তৈরি করে তাঁকে পাঠাতেন৷ এবং সেই ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আপলোড করতেন ওই তরুণী৷ সিপি (ক্রাইম) প্রবীর রঞ্জন বলেন, ‘‘২৬ জানুয়ারি কিছু উন্মত্ত কৃষক লালকেল্লায় ঢুকে কৃষক আন্দোলনের পতাকা ওড়ায়৷ তাদের মধ্যে বেশ কয়েকজনকে চিহ্নিত করা গিয়েছে৷ এর মধ্যে দীপ সাধু অন্যতম৷ সেই মূল অভিযুক্ত৷’’

প্রসঙ্গত, গত নভেম্বর মাস থেকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমান্তে আন্দোলন চালাচ্ছে বিক্ষুব্ধ কৃষকরা৷ ২৬ জানুয়ারি দিল্লি সীমান্তে তাঁদের ট্র্যাক্টর ব়্যালি করার অনুমতি দিয়েছিল দিল্লি পুলিশ৷ কিন্তু তারা ব্যারিকেড ভেঙে রাজধানীর রাজপথে ঢুকে পড়ে৷ মারমুখী আন্দোলনকারীদের একটি দল পুলিশি বাধা উপেক্ষা করে ঢুকে পড়ে লালকেল্লায়৷ ব়্যালিতে অংশগ্রহণকারী বহু কৃষকের হাতেই সেদিন দেখা গিয়েছিল তলোয়ার৷ এই ঘটনায় ১৫টি মামলা দায়ের করা হয়৷ মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয় দীপ সাধুকে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *