নয়াদিল্লি: তৃতীয় দফার লকডাউনে মিলেছে সুরায় ছাড়৷ তবে এর জন্য বাড়তি গাঁটের কড়ি খরচ করতে হবে রাজধানীর সুরাপ্রেমীদের৷ মঙ্গলবার থেকে মদ কেনার জন্য দিল্লিবাসীদের ৭০ শতাংশ বেশি মূল্য দিতে হবে জানিয়েছে আম আদমি পার্টি সরকার৷ সোমবার রাতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, করোনা পরিস্থিতিতে রাজ্যবাসীকে দিতে হবে ‘স্পেশ্যাল করোনা ফি’৷
লকডাউনের ধাক্কায় বেহাল রাজ্যের কোষাগার৷ সরকারি খাতে আয় কমেছে বহুগুণ৷ মদের দামে অতিরিক্ত মাসুল বসিয়ে সেই ঘাটতি খানিকটা মেটাতে চাইছে কেজরিওয়াল সরকার৷ সোমবার রাতেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়৷ মঙ্গলবার থেকে নয়া নিয়ম কার্যকর হবে বলে জানায় রাজ্যের অর্থ মন্ত্রক৷ সব ধরনের মদের উপরই ৭০ শতাংশ বর্ধিত দাম দিতে হবে৷ রবিবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এপ্রিল ২০১৯-এ সরকারের রোজগার ছিল তিন হাজার ৫০০ কোটি টাকা। সেখানে ২০২০-র এপ্রিলে রোজগার দাঁড়িয়েছে মাত্র ৩০০ কোটি টাকা।
টানা ৪০ দিন বন্ধ থাকার পর, রাজধানীর পাশাপাশি সোমবার থেকে বিভিন্ন শহরে খোলা হয় মদের দোকান৷ দোকান খুলতেই ভিড় উপচে পড়ে৷ সোশ্যাল ডিসট্যান্সিং শিকেয় তুলে দোকানের বাইরে দেখা যায় লম্বা লাইন৷ ভিড় সামলাতে বেশ কিছু জায়গায় লাঠি চার্জও করতে হয় পুলিশকে। এক সরকারি আধিকারিক জানান, দিল্লির ময়ূর বিহারে মদের দোকানে উপচে পরে মানুষের ভিড়৷ লাইনে প্রায় একে অপরের ঘাড়ে উঠে পড়েন তাঁরা৷ পরিস্থিতি সামাল দিতে বন্ধ করে দেওয়া হয় দোকান৷ একই ছবি দেখা যায় মধ্য দিল্লির কারোল বাগ, দারিয়াগঞ্জ এবং বিডি গুপ্তা রোডে৷ সামাজিক দূরত্বের বিধে ভেঙে নামে জনস্রোত৷ পরে পুলিশ এই সকল এলাকার মদের দোকানগুলিও বন্ধ করে দেয়৷