মনে হচ্ছে, আপনারা চাইছেন মানুষ মরে যাক! কেন্দ্রকে ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

মনে হচ্ছে, আপনারা চাইছেন মানুষ মরে যাক! কেন্দ্রকে ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি: করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে একদিকে যখন সংক্রমণ বৃদ্ধির ফলে নাজেহাল অবস্থা হচ্ছে দেশবাসীর, অন্যদিকে অক্সিজেনের আকালে মৃত্যু হচ্ছে একাধিক রোগীর। অক্সিজেন নিয়ে সমস্যার মধ্যে এখন আবার করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় রেমডিসিভির ইনজেকশনের আকাল ধরা পড়েছে। এই প্রেক্ষিতে এবার দিল্লি হাইকোর্ট চূড়ান্ত ভর্ৎসনা করল কেন্দ্রের মোদী সরকারকে। মন্তব্য করা হল, “দেখে মনে হচ্ছে, আপনারা চাইছেন মানুষ মরে যাক!”

লাগাতার সংক্রমণ বৃদ্ধি এবং তার মধ্যে অক্সিজেনের আকাল, এই ইস্যুতে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে একাধিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং মাদ্রাজ হাইকোর্ট। যা নিয়ে এখন আলোচনার তুঙ্গে। এরইমধ্যে রেমডিসিভির ইনজেকশনের অভাব দেখা দেওয়ায় সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই ইনজেকশন ব্যবহারের বিধিতে রদবদল করেছিল। তারপরে ব্যাপক সমস্যার সম্মুখীন হয় একাধিক মানুষজন এবং যার ফলে দিল্লির এক আইনজীবী আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আর বক্তব্য ছিল, কেন্দ্রের বিধিনিষেধের ফলে তার ছটি ইঞ্জেকশন দরকার হলেও মাত্র তিনটি পেয়েছেন তিনি। এর পরেই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সমালোচনা শুরু করে দিল্লি হাইকোর্ট। আজ দিল্লি হাই কোর্টের বিচারপতি প্রতিভা এম সিংহ মন্তব্য করেছেন, “এই বিধিনিষেধ ভুল। কোনও রকম ভাবনাচিন্তা না-করেই এই নির্দেশিকা জারি হয়েছে। দেখে মনে হচ্ছে, আপনারা চান, মানুষ মরে যাক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *