মৃত্যুপুরী দিল্লি! দায়িত্বে নয়া পুলিশ কমিশনার, ৪৩ ছাড়াল প্রাণহানির সংখ্যা

মৃত্যুপুরী দিল্লি! দায়িত্বে নয়া পুলিশ কমিশনার, ৪৩ ছাড়াল প্রাণহানির সংখ্যা

fbb5c2248dc755a9167eb8407f963a4d

নয়াদিল্লি:  ক্রমে স্বাভাবিক হচ্ছে দিল্লি। উত্তরপূর্ব দিল্লিতে ১৪৪ ধারা কিছুটা শিথিল হয়েছে। কিন্তু তার মধ্যেই দিল্লিতে বাড়ছে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ বছর। এর মধ্যেই পরিবর্তন হচ্ছে দিল্লির পুলিশ কমিশনার। রবিবার থেকে দিল্লির নতুন কমিশনার নিয়োগ হচ্ছে বলে জানা গিয়েছে। দিল্লির নতুন পুলিশ কমিশনারের নাম এস এন শ্রীবাস্তব। বর্তমানে তিনি দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (আইন ও শৃঙ্খলা) হিসাবে কাজ করছেন।আগে দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়কের মেয়াদ শনিবার শেষ হচ্ছে।

সিএএ সমর্থনকারী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের জেরে দিল্লিতে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দিল্লির সংঘর্ষে ৩৮ জনের মৃত্যুর খবর মিলিছে। তিনশোর কাছাকাছি মানুষ সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দিল্লির পরিস্থিতি। বুধবার রাতের পর থেকে উত্তর-পূর্ব দিল্লিতে নতুন করে সংঘর্ষের খবর মেলেনি। উত্তর-পূর্ব দিল্লির বিস্তীর্ণ এলাকায় চলছে পুলিশি টহলদারি। সাধারণ মানুষের মনোবল বাড়াতে স্থানীয়দের সঙ্গে আলোচনাও করছেন পুলিশের কর্তারা। একইসঙ্গে এলাকার বন্ধ দোকান-বাজার ফের খুলতে বাসিন্দাদের সাহস জোগাচ্ছেন পুলিশের কর্তারা।

এদিকে, দিল্লির ঘটনায় দল না দেখে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আইবি কর্মী অঙ্কিত শর্মা খুনে নাম জড়িয়েছে আপ নেতা তাহির হোসেনের। তারই জেরে তাহিরকে দল থেকে সাসপেন্ড করেছে আপ। দিল্লির সংঘর্ষে তাহিরের যুক্ত থাকার অভিযোগ মিলেছে। তাহির ও তার সঙ্গীদের বিরুদ্ধে খুন, আগুন লাগানো ও সংঘর্ষের অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। আম আদমি পার্টি সূত্রে জানা গিয়েছে, পুলিশি তদন্তে তাহির নির্দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত তার সাসপেনশন বহাল থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *