‘ইন্ডিয়া’ নাম কি বদলাতে হবে? বিরোধী দলগুলিকে হাইকোর্টের নোটিস

‘ইন্ডিয়া’ নাম কি বদলাতে হবে? বিরোধী দলগুলিকে হাইকোর্টের নোটিস

নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি বিরোধী দলগুলি নতুন আঙ্গিকে জোট গঠন করেছে এবং নতুন নামও দিয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের এখন নাম হয়েছে ‘ইন্ডিয়া’। তবে এই নাম নিয়ে শুরু থেকেই বিতর্ক। বিজেপির তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে তো বটেই, বিরোধী শিবিরের অন্দরেও এই নাম নিয়ে অসন্তোষ আছে। কোনও রাজনৈতিক জোটের নাম ‘ইন্ডিয়া’ হতে পারে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এই ইস্যুর জল গড়িয়েছে আদালত পর্যন্তও। তাই দিল্লি হাইকোর্ট ২৬টি রাজনৈতিক দলকে নোটিস পাঠিয়েছে ইতিমধ্যেই। 

দিল্লি হাইকোর্টে এই ইস্যুতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন এক সমাজকর্মী। তাঁর দাবি, রাজনৈতিক আঙিনায় জোটের নাম হিসেবে বিরোধী দলগুলি দেশের নাম ব্যবহার করতে কখনই পারে না। সেই মামলার বিষয়েই ২৬টি বিরোধী দল এবং নির্বাচন কমিশনকে নোটিস পাঠিয়েছে আদালতের ডিভিশন বেঞ্চ। মামলাকারীর অভিযোগ, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বিরোধী দলগুলি এইভাবে দেশের নাম ব্যবহার করছে। এতে আগামী দিনে হিংসা বেশি ছড়াতে পারে, অশান্তি হতে পারে দেশজুড়ে। ভোটও যে শান্তিপূর্ণ হবে না সেই আশঙ্কাও করেছেন তিনি। সমাজকর্মী এখানে সংবিধানের কথা তুলেও দাবি করেছেন, এই ধরণের ক্ষেত্রে ভারতের নাম ব্যবহার করা নিষিদ্ধ। 

আসলে বিরোধী জোটের নাম ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ যাকে ছোট করে ‘ইন্ডিয়া’ বলা হচ্ছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নামের  সমালোচনা করে বিরোধীদের নিশানা করেছিলেন। আবার সম্প্রতি তিনি দলীয় বিধায়কদের নির্দেশও দিয়েছেন, ‘ইন্ডিয়া’ শব্দ ব্যবহার করা যাবে না। সেই নাম না নিয়ে ‘আই এন ডি আই এ’ বলতে হবে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + fourteen =