দিল্লির হিংসার ক্ষতে মলম! বড়সড় ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দিল্লির হিংসার ক্ষতে মলম! বড়সড় ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

63ea01b264d19c3d8cfcb5e3243927f2

নয়াদিল্লি: টানা প্রায় তিন দিন নীবর থাকার পর অবশেষে  দিল্লির হিংসায় ক্ষতিগ্রস্তদের জন্য বড়সড় ক্ষতিপূরণ ঘোষণা করল আম আদমি সরকার৷ আজ বিকেলে সাংবাদিক বৈঠক করে হিংসায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়ে একগুচ্ছ ক্ষতিপূরণের ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷

হিংসায় জেরে যাঁদের ঘরবাড়ি পুড়ে নষ্ট হয়ে গিয়েছে. নথিপত্র নষ্ট হয়ে গিয়েছে, তাঁদের জন্য বিশেষ শিবির তৈরি করে নথিপত্র নতুন করে তৈরি করার বিষয়ে আশ্বাস দিয়েছেন আম আদমি সরকার৷ হিংসার কারণ খতিয়ে দেখতে বিশেষ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি৷ যাঁদের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, দোকান, অফিস নষ্ট হয়েছে, তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে আম আদমি সরকার৷

একই সঙ্গে যে সমস্ত পড়ুয়াদের বই-খাতা নষ্ট হয়ে গিয়েছে তাদের বিকল্প ব্যবস্থা করা হয় বলেও জানিয়েছেন তিনি৷ একই সঙ্গে যে পরীক্ষার্থীরা সিবিএসসি বোর্ডের পরীক্ষা দিতে পারেননি, সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন কেজরিওয়াল৷

সংবাদিক বৈঠর করে মুখ্যমন্ত্রীর ঘোষণা, দিল্লিতে সংঘর্ষে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে৷বেসরকারি হাসপাতালে আহতদের বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হবে৷ গুরুতর আহতদের ক্ষেত্রে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে৷ যাদের বাড়ি পুড়ে নষ্ট হয়ে, তাঁদের পাঁচ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করবে দিল্লি সরকার৷ এছাড়া যাদের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ দ্রুত কাগজপত্র, নথিপত্র তৈরির বিষয়ক সরকার সহযোগিতা করবে বলেও জানিয়েছেন কেজরিওয়াল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *