মাঝ আকাশে হঠাৎই অগ্নিকাণ্ড স্পাইস জেটের যাত্রীবাহী বিমানে, অল্পের জন্য রক্ষা

মাঝ আকাশে হঠাৎই অগ্নিকাণ্ড স্পাইস জেটের যাত্রীবাহী বিমানে, অল্পের জন্য রক্ষা

নয়াদিল্লি: মাঝ আকাশে হঠাৎই পাখির ডানা ঝাপটায় আগুন লাগল স্পাইসজেটের একটি যাত্রীবাহী বিমানে। রবিবার সকালে পাটনা থেকে দিল্লি যাওয়ার পথে স্পাইসজেটের একটি বিমানে আগুন লাগার ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। তবে এই অগ্নিকাণ্ডের জেরে অল্পের জন্য রক্ষা পেয়েছে বিমানটি। জানা যাচ্ছে, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই বিমানটি পুনরায় পার্টনার বিমানবন্দরে ফিরিয়ে এনে নিরাপদ অবতরণ করানো হয়। এর জেরে এই দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে রবিবারের এই অগ্নিকাণ্ডে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে পাটনা বিমানবন্দরে।

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার সকালে পাটনা থেকে দিল্লী যাচ্ছিল স্পাইসজেটের  SG 725 যাত্রীবাহী বিমানটি। ওই বিমানে ১৮৫ জন যাত্রী এবং ক্রু মেম্বার ছিলেন বলে খবর। কিন্তু বিমানটি পাটনা বিমানবন্দর থেকে টেকঅফ করার কিছুক্ষণ পরেই বিমানের ডানায় আগুন লেগে যায়। ডানা থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে বিমানবন্দরে খবর দেওয়া হয় এবং পাটনার জয়প্রকাশ নারায়ন বিমানবন্দরের কাছে জরুরি অবতরণ করানো হয় বিমানটির। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোন পাখির ধাক্কাতেই বিমানটিতে আগুন লেগে গিয়েছিল। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। ক্রু মেম্বারসহ বিমানের সমস্ত যাত্রীকে নিরাপদে ওই দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে নামানো হয়েছে বলে খবর।

এই ঘটনা প্রসঙ্গে পার্টনার জেলাশাসক চন্দ্রশেখর সিংহ বিবৃতিতে জানিয়েছেন, ‘বিমানটি নিরাপদে অবতরণ করেছেন। ওই বিমানে থাকা সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন।’ অন্যদিকে এই দুর্ঘটনা প্রসঙ্গে ডিজিসির তরফ থেকে জানানো হয়েছে, বিমানের ডানায় পাখির আঘাতেই এই বিপত্তি ঘটেছে। তবে সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করে বিমানটি নিরাপদে অবতরণ করেন বিমান চালক।

উল্লেখ্য, চলতি বছরে এই নিয়ে বেশ কয়েকবার অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল কয়েকটি যাত্রীবাহী বিমান। এর আগেও একাধিকবার মাঝ আকাশে দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় বিমানের জরুরি অবতরণ করানো হয় এবং অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিমানের যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 9 =