নয়াদিল্লি: ভারত-চিন সংঘাতের আবহে এবার সংসদ থেকে কড়া ভাষায় বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ লাদাখ সীমান্তে ভারতীয় সেনার অবস্থান নিয়েও বার্তা দিয়েছেন রাজনাথ৷ সংসদে সাফ জানিয়ে দিয়েছেন, ভারত যখন মনে করেছে, সংযত থাকতে হবে, তখন সংযত থেকেছে৷ যখন শক্তি প্রয়োগের প্রয়োজন এসেছে, তখন তা করে দেখিয়েছে৷ সংসদ ভাষণে রাজনাথ জানিয়ে দিয়েছেন, লাদাখ সীমান্ত সংঘাতে ভারতের থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে চিনের৷ প্রয়োজন পড়লে ভারত আগামী দিনে কড়া জবাব দেবে দিতেও প্রস্তুত৷ তবে, এখনও ভারত শান্তিপূর্ণ আলোচানার জন্য প্রস্তুত৷
এদিন সংসদে বলেন, দু’দেশের সম্পর্কে প্রভাব পড়েছে৷ আলোচনার জন্য প্রস্তুত হচ্ছে না চিন৷ সমস্যা সমাধানে অনেক চেষ্টা করা হয়েছে৷ কিন্তু কোনও প্রতিক্রিয়া দেয়নি চিনা প্রশাসন৷ আর তার জেরে লাগাতে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে৷ তবে রাজনাথের বিশ্বাস, আলোচনার মাধ্যমেই গোটা সমস্যার সমাধান করা সম্ভব৷ তবে এই জন্য চিনকে আগে আসতে হবে৷ চিন সহযোগিতার হাত বাড়িয়ে দিলে, ভারত তা ফিরিয়ে দেবে না বলেও বুঝিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী৷
জানিয়েছেন, গত ২৯ ও ৩০ আগস্ট অনুপ্রবেশের চেষ্টা করেছিল চিনা বাহিনী৷ এবারও অনুপ্রবেশ রুখে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী৷ পূর্ব লাদাখে সেনা মোতায়েন করা হয়েছে৷ চিনকে আটকাতে সেনা মোতায়েন করেছে৷ যে কোনও রকম পরিস্থিতির জন্য ভারত তৈরি আছে৷ ভারতীয় সেনার পাশে রয়েছে গোটা ভারত৷
রাজনাথ জানিয়েছেন, চিন সেনারা হিংসাত্মক কার্যকলাপের ফলে অতীতের সব চুক্তি লঙ্ঘিত হয়েছে৷ আমাদের সীমান্ত সুরক্ষিত রাখতে আমরা সেখানে পাল্টা সেনা মোতায়েন করেছি৷ আমি আপনাদের আশ্বস্ত করে জানাচ্ছি, আমরা সব রকম পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত৷ যারা ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করছে, সেই সমস্ত জওয়ানদের পাশে একসঙ্গে থাকার জন্য আমি প্রস্তাব পাস করতে চাই৷ চিনের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে, আমি সব জানিয়েছি, আমাদের সেনাবাহিনী সীমান্ত রক্ষায় দায়িত্বপূর্ণ পদক্ষেপ করেছে৷ তবে একইসঙ্গে আমরা যে ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা অক্ষুন্ন রাখতে বদ্ধপরিকর৷ সে বিষয়ে কোনও সন্দেহ নেই৷