Aajbikel

রাজনাথকে ধমকে মাস্ক পরালেন উপরাষ্ট্রপতি, প্রশ্ন তুললেন সাংসদরা

 | 
রাজনাথকে ধমকে মাস্ক পরালেন উপরাষ্ট্রপতি, প্রশ্ন তুললেন সাংসদরা

নয়াদিল্লি: মহামারী করোনার সঙ্গে লড়াই করছে গোটা বিশ্ব৷ চলছে ভ্যাকসিন প্রস্তুতির কাজ৷ টিকা তৈরির প্রতিযোগিতার দৌড়ে ভারতও বেশ খানিকটা এগিয়ে৷ করোনা মহামারী রুখতে সবথেকে কার্যকরী মাস্ক ব্যবহার৷ কাড়ি কাড়ি টাকা খরচ করে চলছে সরকারি সচেতনতা৷ সংবাদপত্র, টিভির পর্দায় কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞাপন দিয়ে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা বোঝানো হচ্ছে৷ সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘দো গজ কি দুরি’ ও মাস্ক ব্যবহারের ওপর সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন৷ কিন্তু এত কিছুর পরও হুশ ফিরেছে না খোদ কেন্দ্রীয় মন্ত্রীদের৷ আর তারই জলজ্যান্ত প্রমাণ মিলল আজ রাজ্যসভার অধিবেশনে৷ মাস্ক না পরে ভাষণ শুরু করায় প্রশ্নের মুখে খোদ প্রতিরক্ষা মন্ত্রী৷ রাজনাথকে কার্যত ধমক দিয়ে মাস্ক পরে ভাষণ দিতে বললেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু৷

চিনের উস্কানিতে উত্তাপ বাড়ছে লাদাখ সীমান্তে৷ গোলাগুলি পর্যন্ত চলেছে৷ লাদাখ সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং নিজে গিয়েছেন লাদাখ সফরে৷ বর্তমানে লাদাখ পরিস্থিতি কী, তা নিয়ে লোকসভার পর আজ রাজ্যসভায় নিজের অবস্থান তুলে ধরার চেষ্টা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ কিন্তু ভাষণের শুরুতেই রাজ্যসভায় ঘটল অঘটন৷

লাদাখ পরিস্থিতি নিয়ে আজ রাজ্যসভায় নিজের অবস্থান তুলে ধরেন রাজনাথ৷ কিন্তু মাস্ক খুলে ভাষণ শুরু করতেই প্রশ্ন তোলেন সাংসদের একাংশ৷ রাজনাথকে থামিয়ে দেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু৷ রাজনাথকে কার্যত ধমক দিয়ে মাস্ক পরে ভাষণ দিতে নির্দেশ দেওয়া হয়৷ মাস্ক না পড়ে কেন ভাষণ, প্রশ্ন তুলতে থাকেন সাংসরা৷ সাংসদের হট্টগোল থামিয়ে চেয়ারম্যান জানান, মাস্ক ব্যবহার সবার জন্য সমান ভাবে কার্যকর৷ বেঙ্কাইয়া নাইডুর কার্যত ধমক শুনে খুলে রাখা মাস্ক মুখে পরে নেন রাজনাথ৷ ‘আমাকেও পড়তে হবে?’ রাজনাথের এই মন্তব্য শুনে বেঙ্কাইয়া নাইডু জানান, মাস্ক পরা সবার জন্য কার্যকর৷’’ সাংসদের হট্টগোল থামিয়ে চেয়ারম্যান কার্যত কটাক্ষ করে বলেন, ‘‘হইতো মাস্ক পরতে ভুলে গিয়েছেন৷ এই নিয়ে চিৎকার করার কি আছে৷’’ পরে মাস্ক পরে ভাষণ শুরু করেন রাজনাথ৷

কিন্তু, সরকারি স্তরে যখন মাস্ক পরা সচেতনতার প্রচার কর্মসূচি চলছে, প্রধানমন্ত্রী যখন সতর্ক করছেন, ঠিক তখন তারই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী রাজনাথ সিং কীভাবে মাস্ক পরতে ভুলে গেলেন? মাস্ক পরা নিয়ে কেন এত উদাসীনতা? জনতার প্রতিনিধি হিসাবে মন্ত্রী যদি মাস্ক পরতে ভুলে যান, তাহলে জনতার মধ্যে কী বার্তা যাবে? প্রশ্ন তুলছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ করোনা বিধিনিষেধ শুধুই কি সাধারণের জন্য? দৈনিক সংক্রমনের নিরিখে লাগাতার ৪২ দিন বিশ্ব শীর্ষে ভারত, তখনও কেন গুরুত্বপূর্ণ মন্ত্রী মাস্ক পরতে ভুলে যাচ্ছেন? প্রশ্ন তুলছে জনতার একাংশ৷

Around The Web

Trending News

You May like