মুম্বই : ছবির নাম ‘ছপাক’। মনে হচ্ছে তো এ আবার কেমন নাম। কী বা মানে আছে এই নামের। যেকোনো তরল কিছুটা পরিমাণ কোনও জায়গায় পড়লে ছপাক করে একটা আওয়াজ হয়, সেই আওয়াজকেই ছবির নাম দিয়েছেন মেঘনা গুলজার। এইছবির ক্ষেত্রে এই আওয়াজই আতঙ্কের মূল কারণ। আচমকা ছিটিয়ে দেওয়া হল তরল আর ঝলসে গেল গোটা একটা জীবন।
অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়াল-এর জীবনী তুলে ধরা হয়েছে ছবিতে। লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন-কে। শুধু অভিনয়ই নয় ছবিটির প্রযোজনাও করেছেন তিনি। আজ থেকেই নাকি শুরু হচ্ছে ছবির শুটিং। তার আগেই প্রকাশ্যে এল দীপিকার ফার্স্ট লুক। দেখা যাচ্ছে অ্যাসিডে ঝলসানো দীপিকার মুখ। ২০০৫ সালে ঘটনাটি ঘটে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ১৫ বছরের মেয়েটির ওপর অ্যাসিড হামলা করা হয়। যিনি হামলাটি করেন তাঁর বয়স ৩২ বছর। জীবনের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনাতেও ভেঙে পড়েননি লক্ষ্মী। বরং সুস্থ হয়ে তিনি আইন নিয়ে লেখাপড়া করেন যাতে অ্যাসিড আক্রান্তদের পাশে দাঁড়াতে পারেন। কিন্তু লড়াইটা ছিল খুব কঠিন। জীবনের সেই কঠিন লড়াইকে পর্দায় ফুটিয়ে তুলবেন দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে সম্ভবত ছবির মুক্তি ১০ জানুযারি,২০২০। তার আগে দীপিকার ফার্স্ট লুক ঝড় তুলেছে সোশাল মিডিয়ায়।