সেলিমের বিরুদ্ধেই লড়বেন দীপা? রায়গঞ্জ নিয়ে আশাবাদী কংগ্রেস!

রায়গঞ্জ: রায়গঞ্জ লোকসভা আসনে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম নির্বাচন ঘোষণা হতেই প্রচার শুরু করে দিলেও, এখনও আশাবাদী কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের গতবারের প্রার্থী দীপা দাশমুন্সিকে এবারেও প্রার্থী করার কথা ঘোষণা করা হয়েছে। সেই ঘোষনার কথা মাথায় রেখে কংগ্রেসও তাদের প্রচার শুরু করেছে। তবে কংগ্রেসের এই প্রচার সাংগঠনিক এবং সোসাল মিডিয়ায়

সেলিমের বিরুদ্ধেই লড়বেন দীপা? রায়গঞ্জ নিয়ে আশাবাদী কংগ্রেস!

রায়গঞ্জ: রায়গঞ্জ লোকসভা আসনে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম নির্বাচন ঘোষণা হতেই প্রচার শুরু করে দিলেও, এখনও আশাবাদী কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের গতবারের প্রার্থী দীপা দাশমুন্সিকে এবারেও প্রার্থী করার কথা ঘোষণা করা হয়েছে। সেই ঘোষনার কথা মাথায় রেখে কংগ্রেসও তাদের প্রচার শুরু করেছে। তবে কংগ্রেসের এই প্রচার সাংগঠনিক এবং সোসাল মিডিয়ায় রাখা হয়েছে।

কংগ্রেস এখনও প্রকাশ্যে মিটিং মিছিল শুরু করেনি। সোমবার জেলা কংগ্রেসের সাধারন সম্পাদক পবিত্র চন্দ বলেন, “ সিপিএম রবিবার নির্বাচন ঘোষনা হতেই শহরে মিছিল করেছে। কিন্তু জেলা বা প্রদেশ কংগ্রেসের কাছে রায়গঞ্জ আসনে সিপিএমের সঙ্গে জোট হচ্ছে কিনা, সে বিষয়ে নির্দিষ্ট কোন বার্তা আসেনি। আমরা এখনও রায়গঞ্জে দীপা দাশমুন্সিকে রায়গঞ্জের দলীয় প্রার্থী হিসাবে জানি।”

রায়গঞ্জ লোকসভা আসনে চর্তুমুখি লড়াই করার মানষিকতা নিয়ে রেখেছেন কংগ্রেস নেতারা। তাদের বক্তব্য, লোকসভা আসনের প্রার্থী ঠিক করেন দিল্লির নেতারা। তাঁরা যদি প্রদেশ বা জেলাকে নির্দেশ দেন যে রায়গঞ্জ আসনে সিপিএমের সঙ্গে জোট হয়েছে, তবে জেলার উঁচু থেকে তৃনমূলস্তরের কর্মীরা পর্যন্ত সেই নির্দেশ মানবেন। কিন্তু দিল্লি থেকে এখন পর্যন্ত সেরকম কোন নিদের্শ আসেনি। এদিকে, সিপিএম তাদের প্রার্থীর সমর্থনে জোর প্রচার শুরু করে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, এখন পর্যন্ত অন্য দলগুলি প্রার্থীর নাম ঘোষনা করেনি। চতুর্মখি লড়াই হলে ভোটের ফল কি হবে তা বলা শক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =