পুলিশকে জড়িয়ে রাজপথে গভীর চুম্বন, বাঁধল লঙ্কা কাণ্ড

হায়দ্রাবাদ : খোদ পুলিশ কর্মীদের জড়িয়ে চুম্বন৷ হায়দ্রাবাদের এক তরুণের এহেন কাণ্ড দেখে তাজ্জব গোটা সোশ্যাল মিডিয়া৷ তবে, রাজপথে পুলিশকে জড়িয়ে চুম্বন করায় অভিযুক্ত যুবককে দিতে হয়েছে কড়া মাসুল৷ জানা গিয়েছে, বেনালু উৎসবকে কেন্দ্র করে হায়দ্রাবাদের শোভাযাত্রা চলছিল৷ ওই শোভাযাত্রায় নিরাপত্তা ছিলেন এক পুলিশ আধিকারিক৷ শোভাযাত্রায় উদ্দাম নৃত্য করতে করতে এগিয়ে চলেছিল একদল তরুণ৷ অভিযোগ,

পুলিশকে জড়িয়ে রাজপথে গভীর চুম্বন, বাঁধল লঙ্কা কাণ্ড

হায়দ্রাবাদ : খোদ পুলিশ কর্মীদের জড়িয়ে চুম্বন৷ হায়দ্রাবাদের এক তরুণের এহেন কাণ্ড দেখে তাজ্জব গোটা সোশ্যাল মিডিয়া৷ তবে, রাজপথে পুলিশকে জড়িয়ে চুম্বন করায় অভিযুক্ত যুবককে দিতে হয়েছে কড়া মাসুল৷

জানা গিয়েছে, বেনালু উৎসবকে কেন্দ্র করে হায়দ্রাবাদের শোভাযাত্রা চলছিল৷ ওই শোভাযাত্রায় নিরাপত্তা ছিলেন এক পুলিশ আধিকারিক৷ শোভাযাত্রায় উদ্দাম নৃত্য করতে করতে এগিয়ে চলেছিল একদল তরুণ৷ অভিযোগ, উৎসবের মেজাজ আরও চড়াতে বেশ খানিকটা গলা ভিজিয়ে নিয়েছিলেন ওই তরুণ৷ অভিযোগ, শোভাযাত্রা চলাকালীন কর্তব্যরত ওই পুলিশ কর্মীকে গভীর চুম্বন করে বসলেন এক যুবক৷ আর তাতে বাঁধে লঙ্কা কাণ্ড৷

কর্তব্যরত পুলিশ অফিসারের সঙ্গে এহেন আচরণ করার অপরাধে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ৷ আপাতত ওই যুবক পুলিশ হেফাজতে রয়েছে বলে খবর৷ ধৃতের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − six =