নয়াদিল্লি: রান্নার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে অনলাইন পেমেন্টে গ্রাহককে ১০ টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করল ইন্ডিয়ান অয়েল। মার্চে যাঁরা অনলাইনে গ্যাস বুক করবেন, তাঁরা ওই সুযোগ পাবেন।
এর আগে ছাড়ের অঙ্ক ছিল পাঁচ টাকা। ভিম-ইউপিআই বা ডেবিট কার্ডে পেমেন্ট করলে কোনও লেনদেন খরচ দিতে হবে না বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল৷
অন্যদিকে, পয়লা মার্চ ভারত-পাক যুদ্ধের আবহে রান্নার গ্যাসের দাম একধাক্কায় অনেকটাই বাড়িয়েছে ইন্ডিয়ান অয়েল৷ বেড়েছে ভর্তুকিযুক্ত ও ভর্তুকিহীন গ্যাসের দাম৷ শুক্রবার ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বেড়েছে ২.০৮ টাকা৷ এ মাস থেকেই নতুন এই দাম কার্যকরী হবে৷
ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়েছে প্রতি সিলিন্ডারে ৪২.০৫ টাকা৷ নতুন দাম যথাক্রমে ৪৯৫.৬১ টাকা ও ৭০১.৫০ টাকা ধার্য হয়েছে৷ গত তিন মাসে লাগাতার গ্যাসের দাম ছিল নিম্নমূখী৷ এবার ভোটের মুখে একধাক্কায় অনেকটাই বাড়ল গ্যাসের দাম৷ নয়া এই দাম কার্যকর হওয়ায় মার্চ মাস থেকে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি ঢুকবে ২০৫.৮৯ টাকা৷