স্ট্যাচু অফ ইউনিটিটের আমোদ-প্রমোদ জেরে ৩০০ কুমিরকে উচ্ছেদের সিদ্ধান্ত

লখনউ: সি-প্লেন টার্মিনাল তৈরি করার জন্য সরিয়ে নেওয়া হচ্ছে প্রায় বিরল প্রজাতির ৩০০ কুমির৷ স্ট্যাচু অফ ইউনিটি কেন্দ্র করে পর্যটন শিল্পের প্রসারেই সর্দার সরোবর ড্যাম সংলগ্ন তিনটি কুমির প্রকল্প থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কুমিরগুলি৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দেখা দিয়েছে নতুন বিতর্ক৷ কারণ, নতুন পরিবেশে স্থানান্তরের ক্ষেত্রে যে ধরনের যেসব পদক্ষেপ নেওয়া উচিত, সেসবের তোয়াক্কা না

3a4459221f9e94ec88064b1d483cfe52

স্ট্যাচু অফ ইউনিটিটের আমোদ-প্রমোদ জেরে ৩০০ কুমিরকে উচ্ছেদের সিদ্ধান্ত

লখনউ: সি-প্লেন টার্মিনাল তৈরি করার জন্য সরিয়ে নেওয়া হচ্ছে প্রায় বিরল প্রজাতির ৩০০ কুমির৷ স্ট্যাচু অফ ইউনিটি কেন্দ্র করে পর্যটন শিল্পের প্রসারেই সর্দার সরোবর ড্যাম সংলগ্ন তিনটি কুমির প্রকল্প থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কুমিরগুলি৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দেখা দিয়েছে নতুন বিতর্ক৷

কারণ, নতুন পরিবেশে স্থানান্তরের ক্ষেত্রে যে ধরনের যেসব পদক্ষেপ নেওয়া উচিত, সেসবের তোয়াক্কা না করেই সরিয়ে নেওয়া হচ্ছে কুমিরগুলি৷ ইতিমধ্যেই প্রায় ১৫টিরও বেশি পূর্ণবয়স্ক কুমিরকে লোহার খাঁচায় পুরে সরিয়ে নেওয়া হয়েছে৷ ‘ওয়াইল্ড লাইফ’ লাইফ ম্যাগাজিন ‘স্যাংচুয়ারি এশিয়া’র সম্পাদক বিট্টু সাগল রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন৷ তিনি বলেন, সবাই কি উম্মাদ হয়ে গিয়েছে৷ এভাবে ‘রিলোকেশনে’র ফলে ধ্বংসের মুখে পড়তে পারে বিরল প্রজাতির সরীসৃপ৷ কিছুটা অস্বস্তি ধরা পড়ে রাজ্যে বন্যপ্রাণী বোর্ডের সদস্য প্রিয়ব্রত গার্ভীর বক্তব্যেও৷ তিনি বলেন, আরও বিজ্ঞানসম্মত পদক্ষেপ নেওয়া উচিত ছিল৷ যদিও স্থানীয় ফরেস্ট অফিসারদের বক্তব্য, রাজ্য সরকারের নির্দেশেই এটা করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *