নয়াদিল্লি: ডোকলাম নিয়ে অশান্তির পর চিন সীমান্তে ৪৪টি রাস্তা তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সব ক’টিই অবস্থান ও কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ। সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনী যাতে দ্রুত সীমান্তে পৌঁছতে পারে, তাই এই পদক্ষেপ। সবমিলিয়ে খরচ হবে ২১ হাজার কোটি টাকা৷
পাকিস্তানের কথা মাথায় রেখে পঞ্জাব ও রাজস্থানে ২,১০০ কিলোমিটার রাস্তাও তৈরি করবে কেন্দ্র। এতে খরচ হবে ৫,৪০০ কোটি টাকা। জম্মু-কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত ভারত-চিনের চার কিলোমিটারের প্রকৃত নিয়ন্ত্রণরেখা। বেশ কয়েক বছর ধরে সীমান্ত এলাকায় রাস্তাঘাট-সহ অন্যান্য উন্নয়নের উপর জোর দিয়েছে চিন। ২০১৭ সালে ডোকলামকে কেন্দ্র করে দু’দেশের উত্তেজনা চরমে পৌঁছয়। তার পর ভারত সীমান্তে নিরাপত্তা বাড়াতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। এর মধ্যে সামনে এল কেন্দ্রীয় পূর্ত দপ্তরের ২০১৮-১৯ সালের বার্ষিক রিপোর্ট। যাতে উল্লেখ করা হয়েছে ২১ হাজার কোটি টাকার তৈরি হতে চলা ৪৪টি রাস্তার কথা।