মহাজোটে বড়বড় ভাঙন ধরালেন দেবেগৌড়া, জানালেন নিজের অবস্থান

নয়াদিল্লি: অবিজেপি, অকংগ্রেসি জোটে বড় ধাক্কা! তৃতীয় ফ্রন্ট গঠনের স্বপ্নে ফের একবার ব্যাঘাত ঘটলানেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান জেডিএস নেতা এইচডি দেবেগৌড়া৷ প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদে দেখতে চাওয়া দেবেগৌড়া এবার সাফ জানিয়ে দিলেন, লোকসভা ভোটের ফলাফল পরবর্তী দলের অবস্থান৷ আজ, শনিবার সংবাদ মাধ্যমে দেবেগৌড়া সাফ জানিয়ে দেন, লোকসভা ভোটের ফল প্রকাশের পর তাঁর দল এইচডি কংগ্রেসকে

394ea8d56e9557d1f36672fc693067f3

মহাজোটে বড়বড় ভাঙন ধরালেন দেবেগৌড়া, জানালেন নিজের অবস্থান

নয়াদিল্লি: অবিজেপি, অকংগ্রেসি জোটে বড় ধাক্কা! তৃতীয় ফ্রন্ট গঠনের স্বপ্নে ফের একবার ব্যাঘাত ঘটলানেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান জেডিএস নেতা এইচডি দেবেগৌড়া৷ প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদে দেখতে চাওয়া দেবেগৌড়া এবার সাফ জানিয়ে দিলেন, লোকসভা ভোটের ফলাফল পরবর্তী দলের অবস্থান৷

আজ, শনিবার সংবাদ মাধ্যমে দেবেগৌড়া সাফ জানিয়ে দেন, লোকসভা ভোটের ফল প্রকাশের পর তাঁর দল এইচডি কংগ্রেসকে সরাসরি সমর্থন করবেন৷ ভোটের ফল প্রকাশের পর যদি প্রাক্তন প্রধানমন্ত্রীর দল কংগ্রেস শিবিরে হাত মেলায় তাহলে, মুখ থুবড়ে পড়তে পারে আঞ্চলিক দলগুলির পৃথক সরকার গঠনের সিদ্ধান্ত৷ তৃতীয় ফ্রন্ট গঠনের অন্যতম কারিগর তেলুগু দেশমের চন্দ্রবাবু নাইডু শনিবার দিল্লিতে গিয়ে কথা বলে এসেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সঙ্গে৷ সূত্রের খবর, রাহুলের দূত হয়ে লখনউয়ে যাবেন চন্দ্রবাবু নাইডু৷ সেখানে তাঁর বৈঠক মায়াবতী ও অখিলেশ যাদবের সঙ্গে৷ ফলে, এক্ষেত্রে বৈঠক যদি সফল হয়, তাহলে মায়া-অখিলেশের জোট কংগ্রেস শিবিরে নাম লেখাতে পারে৷ তবে, সেই সম্ভবনা কম হলেও অসম্ভব৷ এমনিতেই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বুদ মায়া৷ কংগ্রেসকে সমর্থন করলে দিল্লির মসনদে বসা মায়ার স্বপ্ন পূর্ণ হবে না৷

এছাড়াও এনসিপি নেতা শরদ পাওয়ার, সিপিআইয়ের সাধারণ সম্পাদক সুধাকর রেড্ডি, লোকতান্ত্রিক জনতা দলের শরদ যাদবের সঙ্গেও বৈঠক হওয়ার কথা চন্দ্রবাবুর৷ ওই বৈঠকে বাকিরা কংগ্রেসের হাত ধরবে কি না, তা নিয়ে বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে৷ একই ভাবে তৃণমূল সুপ্রিমো কংগ্রেস শিবিরে যাবেন কি না, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা৷ তবে, আঞ্চলিক দলের বেশিভাগ সদস্য যদি কংগ্রেস শিবিরে নাম লেখান, তাহলে দেশের রাজনীতিতে অধরাই থেকে যেতে পারে, তৃতীয় ফ্রন্ট গঠনের স্বপ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *