নয়াদিল্লি: মণিপুর নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও পর্যন্ত সেইভাবে কোনও বক্তব্য রাখেননি। সেই বক্তব্যের দাবিতে সরব হয়েছে বিজেপি বিরোধী জোট। ইতিমধ্যেই তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছে। সেই নিয়ে শীঘ্রই আলোচনা হবে বলে জানা গেল। সব ঠিক থাকলে আগামী ৮ আগস্ট লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে। ওদিকে, ১০ তারিখ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে সেদিন কি মণিপুর ইস্যু নিয়ে মুখ খুলবেন তিনি? জল্পনা বহাল।
উত্তর-পূর্বের রাজ্যের পরিস্থিতি গত মে মাস থেকেই খারাপ। ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে অশান্তির সূত্রপাত হয় সেখানে। একাধিকবার জাতিসংঘর্ষ, হামলা, ভাঙচুর, আগুন লাগানো সবই হয়েছে সেখানে। ইতিমধ্যে একাধিকজনের মৃত্যু হয়েছে, আহত এবং ঘরছাড়া বহু মানুষ। আবার সম্প্রতি দুই মহিলাকে গণধর্ষণ করার পর রাস্তায় বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। এত ঘটনার পর প্রধানমন্ত্রী মোদী যে কিছুই বলেননি তা নয়। ভিডিওর ঘটনাটি প্রকাশ্যে আসার পর তাঁর মন্তব্য ছিল, এই ঘটনা যে কোনও সভ্য সমাজের লজ্জা। তবে গোটা বিষয় নিয়ে তাঁর বিবৃতি দাবি করেছে ‘ইন্ডিয়া’ জোট।
যদিও লোকসভায় অনাস্থা আনায় বিজেপি সরকারের খুব একটা ক্ষতি হবে না। কারণ সাংসদ সংখ্যায় তারা অনেকটাই এগিয়ে বিরোধী জোটের থেকে। অর্থাৎ মণিপুর ইস্যুতে সরকার পড়বে না। তবে আসন্ন ২০২৪ নির্বাচনের আগে বিজেপিকে চাপে রাখতেই তোড়জোড় শুরু করেছে ‘ইন্ডিয়া’। আর মণিপুরের ঘটনাক্রম তাদের হাতিয়ার হয়ে উঠেছে।